সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজারের পূজা মণ্ডপ পরিদর্শন
- আপডেট সময় ১১:৩৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫৩ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান।
সোমবার সন্ধ্যায় তিনি প্রথমে মৌলভীবাজার সদরের কাশীনাথ আলাউদ্দিন স্কুল মাঠের মহেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এরপর রাতে তিনি রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী পাচগাঁও পূজা মণ্ডপ ঘুরে দেখেন।
ডিআইজি মহোদয় সনাতন ধর্মাবলম্বী ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন। তিনি সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এর আগে ডিআইজি মহোদয় মৌলভীবাজার পৌঁছালে তাকে স্বাগত জানান জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খায়েরসহ জেলা পুলিশ এবং রেঞ্জ অফিসের কর্মকর্তারা।

















