সাবেক মেয়র আরিফ সিলেট-১ আসনে প্রার্থী

- আপডেট সময় ০৯:৪২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / ২৮১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ হয় তারেক রহমান, নাহয় আরিফুল হক চৌধুরী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী নিয়ে এমন ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রচারণাও শুরু করেছেন।
শুক্রবার (১১ জুলাই) বাদ জুম’আ সিলেট মহানগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তিনি এমন ঘোষণা দেন।
এসময় আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, সামনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে আমি সবার দোয়া চাই।
তিনি বলেন, আমি সিলেট বিভাগের মানুষের আশা-আকাঙ্খার প্রতিক হিসাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেই এ আসনে প্রার্থী হিসাবে চাই। তবে তিনি যদি এখানে না আসেন তাহলে আমি সবার দোয়া চাই।
এসময় তিনি বলেন, বন্দরবাজার কেন্দ্রীয় জামে-মসজিদে সিলেটের সব মুরব্বিরা আসেন। তাছাড়া সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান মৃত্যুর আগের দিন এ মসজিদেই নামাজ আদায় করেছিলেন। তাই আমি এখান থেকে আমার নির্বাচনী প্রচারণা শুরু করছি।
উল্লেখ্য, ২০১৮ সালে এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। এবারও তিনি মনোনয়ন প্রত্যাশী।
