ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে জেলা বিএনপির মৌণ মিছিল মৌলভীবাজার ৩টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা কেরেছে বাংলাদেশ খেলাফত মজলিস আমার বুকে গুলি করেন কাজী মনজুর ৩ মাছ শিকারীকে ধরে নিয়ে গেল বিএসএফ মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক ভিপি জয়নাল হোসেন আর নেই চাঁদাবাজির মামলায় কারাগারে আটক বিএনপি নেতা শেখ জসিম এর দলীয় পদ স্থগিত শনিবার মৌলভীবাজার যে সব এলাকায় থাকবে না বিদ্যুৎ জুলাই গণঅভ্যুত্থান উদযাপনে মৌলভীবাজারে প্রতীকী ম্যারাথন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মৌলভীবাজার ছাত্রদলের স্মরণসভা মব সৃষ্টির নামে অপপ্রচার ও বিশৃঙ্খলার বিরুদ্ধে যুবদলের হুঁশিয়ারি

সিসিমপুর প্রকল্পের সমাপ্তি করণ সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • / ২৬০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:  আরডিআরএস বাংলাদেশ,ইউএসএআইডি ওসিসেমিওয়ার্কশপএরআয়োজনে সিসিমপুর প্রকল্পের সমাপ্তি করণ সভা অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার (৯জুলাই)মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সিসিমপুর প্রকল্পের সমাপ্তি করণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে সিসিমপুর প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ভিডিও চিত্রপ্রদর্শনী করা হয়।

আরডিআরএসবাংলাদেশ-সিসিমপুরপ্রকল্পসমন্বয়কারীজিল্লুররহমানেরসঞ্চালনায়এবংপ্রকল্পপরিচালক শাহ-আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এ সময় তিনি বলেন,আনন্দের মাধ্যমে শিশুদের শিক্ষা দেওয়া খুবই প্রয়োজন। শিশুরা খেলার মধ্যেই শিখবে। খেলারমধ্যে তারাবিতর্ক, সহমর্মিতা ও সহযোগিতাকরাশিখবে। শিশুযত বেশি খেলবে, তার মেধা তত বেশিবিকশিতহবে। শারীরিক ও মানসিকবিকাশেশিশুরজন্য খেলাধুলারপরিবেশ তৈরিকরতেহবে।

 

বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা: শাহীনা আক্তার, সহকারী জেলাপ্রাথমিকশিক্ষাকর্মকর্তা আনিছুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, সিসিমপুর প্রকল্পের টিচার-এডুকেশন স্পেশালিষ্ট মো: কামরুজ্জামান কালাম, সিনিয়রম্যানেজার (আউটরিচ) খলিলুর রহমান।

 

আরো বক্তব্য রাখেন জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি আব্দুস সোবহান,কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা।

 

সভায় স্বাগতবক্তব্য রাখেন প্রকল্প পরিচালক শাহ-আলম।

 

প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের শিশুদের শেখাকে আনন্দদায়ক ও উপভোগ্য করার লক্ষ্যে ২০০৫ সালে শুরু হয়েছিল‘ সিসিমপুর’। আনন্দ আরখেলারছলে সিসিমপুর ভূমিকা রেখে চলেছে শিশুর সামগ্রিক বিকাশে। সিরিজটিরহালুম, ইকরি, শিকু, টুকটুকিচরিত্রগুলো শিশুদের কাছে খুবই জনপ্রিয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সিসিমপুর প্রকল্পের সমাপ্তি করণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০২:৫৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

বিশেষ প্রতিনিধি:  আরডিআরএস বাংলাদেশ,ইউএসএআইডি ওসিসেমিওয়ার্কশপএরআয়োজনে সিসিমপুর প্রকল্পের সমাপ্তি করণ সভা অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার (৯জুলাই)মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সিসিমপুর প্রকল্পের সমাপ্তি করণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে সিসিমপুর প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ভিডিও চিত্রপ্রদর্শনী করা হয়।

আরডিআরএসবাংলাদেশ-সিসিমপুরপ্রকল্পসমন্বয়কারীজিল্লুররহমানেরসঞ্চালনায়এবংপ্রকল্পপরিচালক শাহ-আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এ সময় তিনি বলেন,আনন্দের মাধ্যমে শিশুদের শিক্ষা দেওয়া খুবই প্রয়োজন। শিশুরা খেলার মধ্যেই শিখবে। খেলারমধ্যে তারাবিতর্ক, সহমর্মিতা ও সহযোগিতাকরাশিখবে। শিশুযত বেশি খেলবে, তার মেধা তত বেশিবিকশিতহবে। শারীরিক ও মানসিকবিকাশেশিশুরজন্য খেলাধুলারপরিবেশ তৈরিকরতেহবে।

 

বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা: শাহীনা আক্তার, সহকারী জেলাপ্রাথমিকশিক্ষাকর্মকর্তা আনিছুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, সিসিমপুর প্রকল্পের টিচার-এডুকেশন স্পেশালিষ্ট মো: কামরুজ্জামান কালাম, সিনিয়রম্যানেজার (আউটরিচ) খলিলুর রহমান।

 

আরো বক্তব্য রাখেন জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি আব্দুস সোবহান,কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা।

 

সভায় স্বাগতবক্তব্য রাখেন প্রকল্প পরিচালক শাহ-আলম।

 

প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের শিশুদের শেখাকে আনন্দদায়ক ও উপভোগ্য করার লক্ষ্যে ২০০৫ সালে শুরু হয়েছিল‘ সিসিমপুর’। আনন্দ আরখেলারছলে সিসিমপুর ভূমিকা রেখে চলেছে শিশুর সামগ্রিক বিকাশে। সিরিজটিরহালুম, ইকরি, শিকু, টুকটুকিচরিত্রগুলো শিশুদের কাছে খুবই জনপ্রিয়।