মৌলভীবাজার২৪ ডেস্কঃ
সুনামগঞ্জের ছাতক মিনি ম্যারাথনে মৌলভীবাজারের জয়জয়কার
নিজস্ব প্রতিবেদকঃহাওরের রাজধানী সুনামগঞ্জ জেলার প্রবেশদ্বার শিল্পাঞ্চল ছাতকে অনুষ্টিত হলো ৭.৫ কিলোমিটার মিনি ম্যারাথন।
৩০শে অক্টোবর শুক্রবার সকাল ৭টায় ছাতক উপজেলার ভুইগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ৩.৭৫ কিলোমিটার ঘুরে আবারো একই জায়গায় এসে শেষ হয়।
এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১২০ জন দৌড়বিদ অংশ নেন।
এই প্রতিযোগিতার বিজয়ী ৫ জনের মধ্যে ৪ জনই মৌলভীবাজার জেলার।
চ্যাম্পিয়ন হয়েছেন আশরাফুল আলম কাশেম তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা ও মৌলভীবাজার এথলেটিক্স একাডেমীর সদস্য,৩য় স্থান অধিকারী মোঃমনসুর আহমদ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা ও রানার্স অফ শ্রীমঙ্গলের সদস্য,৪র্থ স্থান অধিকারী পারভেজ আহমদ মৌলভীবাজার সদরের বাসিন্দা ও মৌলভীবাজার এথলেটিক্স একাডেমীর সদস্য এবং ৫ম স্থান অধিকারী জাফর আলম জয় মৌলভীবাজার সদরের বাসিন্দা ও মৌলভীবাজার রানার্স ক্লাবের সদস্য।
এছাড়াও মৌলভীবাজার জেলা থেকে বিভিন্ন সংগঠনের আরো ৩০ জন দৌড়বিদ অংশ নিয়ে নির্ধারিত সময়ে সফল ভাবে ৭.৫ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।