ব্রেকিং নিউজ
সুরমা নদী ও আমার ভালোবাসা এ্যাডজুটেন্ট আসাদ মিলন
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৫:৪৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
- / ৫২৮ বার পড়া হয়েছে
সুরমা নদীর পাড়ে প্রাণভরে অক্সিজেন নিতে পাড়ি সহজে,
সুরমার ঢেউয়ে কতকিছু দোলা দেয় মনে,
তিস্তা যমুনা পেরিয়ে মেঘালয়ের ঢালে হাওরের বুকে,
খুঁজে ফিরি তোমায় সুরমায় সঙ্গোপনে।
এই রুপসী বাংলায় বহমান সুরমায়,
মিশে আছো তুমি ভালোবাসায় ভবিষ্যৎ যুগল নীড়ের আশায়,
তোমার হাসিতে মুক্তা ঝরে দেখেছি সুরমার স্রোতের ঝাপটায়,
ঘন কালো কেশে তোমায় প্রতিচ্ছবি দেখি স্রোতস্বিনী সুরমায়।
সকালের আলো চিকচিক করে সুরমার স্বচ্ছ পানিতে,
গোধুলিতে পাখি উড়ে ঝাকে ঝাকে সুরমার বুকে ছন্দে,
তোমায় অনুভব করি ইহাদের ভীড়ে সুরমার ভরা যৌবনে,
তোমার চোখের সুরমায় দেখিতে পাই ভালোবাসার সুরমা নদী নয়নে।
লেখক
আসাদ মিলন
সার্কেল এ্যাডজুটেন্ট, র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্প।
ট্যাগস :