সুশীল সমাজের সাথে মৌলভীবাজার নাটাবের মতবিনিময় সভা
- আপডেট সময় ১১:৪৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
- / ৬৩০ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্কঃ যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাব মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়।
শনিবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় শহীদ আইভি রহমান অডিটোরিয়াম হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সাবেক উপ- পরিচালক ড. শফিক উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও নাটাবের জেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক সৈয়দ শাহিন মিয়া’র পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাটাবের জেলা সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার ব্যাংক অফিসার্স এসোসিয়শনের সভাপতি এডভোকেট মোঃ আবু তাহের।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সির্ভিল সার্জন বর্ণালী পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর এর ডা. দীনেশ সূত্রধর, সহকারি পরিচালক ঔষধ প্রসাশন মোহাম্মদ আব্দুর রশীদ,মোফাজ্জল মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল প্রমুখ।
বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ সভাপতি নুরুল ইসলাম শেফুল, এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, সাবেক ব্যাংক কর্মকর্তা এই এম মোশতাক আহম্মদ মম,শিক্ষক মকবুল হোসেন খান, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মোঃ মাহবুবুর রহমান রাহেল,দৈনিক যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ,সমাজকর্মী মোঃ মেরাজ চৌধুরী প্রমুখ।
বক্তারা মতবিনিময় সভায় যক্ষ্মা নিরোধের বিভিন্ন কৌশল ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং যক্ষ্মা নিরোধে সুশীল সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।