সৈয়দ শাহ মোস্তফা কলেজে বইপড়া কর্মসৃচির পুরস্কার বিতরন অনুষ্ঠিত
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৩:১৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
- / ৬৪৭ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধিঃ সৈয়দ শাহ মোস্তফা কলেজে বইপড়া কর্মসৃচীর পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুলাই) সৈয়দ শাহ্ মোস্তফা কলেজের অডিটরিয়ামে বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বইপড়া কর্মসূচীর সংগঠক প্রভাষক মুহাম্মাদ আসআদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো: মুসফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক মো: রেজাউল করিম, প্রভাষক শ্রীবাস সূত্রধর, প্রভাষক কাউছার মিয়া তালুকদার, সহকারি লাইব্রেরিয়ান ফেরদৌস আরা, প্রভাষক শাকের আহমদ মাসুম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “বইয়ের পাঠক বই পড়ার মাধ্যমে লেখকের জ্ঞানের রাজ্যে বিচরণ করে, লেখকের সাথে কথোকোপথন করে। দক্ষ ও সমৃদ্ধ দেশ গড়তে বই পড়ার বিকল্প নেই।”
এ বছর সৈয়দ শাহ্ মোস্তফা কলেজ থেকে পনের জন পাঠকের মধ্যে ছয়জন সেরাপাঠক, চারজন অভিনন্দন ও একজন শুভেচ্ছা ক্যাটাগরিতে মোট এগারজন শিক্ষার্থী পুরস্কার অর্জন করেছে। চলমান বইপড়া কর্মসূচীতে ৫৬ জন শিক্ষার্থী সদস্য হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি মুহাম্মাদ আসআদুল্লাহ বলেন “বইপড়া হচ্ছে মস্তিস্কের ব্যায়াম, বই পড়লে স্ট্রেস কমে যায়, মনোযোগ বৃদ্ধি পায়, স্মৃতিশক্তির উন্নতি ঘটে।” তিনি আরো বেশি বই পড়ার ও আগামীতে আরো বেশি পুরস্কার অর্জন করার আশাবাদ ব্যাক্ত করেন। অনুষ্ঠান শেষে বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃক প্রেরিত উপহারের বই ও সনদপত্র বিজয়ীদের মাঝে বিতরণ করা হয়।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)