স্ত্রী ঘরে ফিরে দেখলেন স্বামী ‘নেই’

- আপডেট সময় ১০:১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ৭৮৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক:মৌলভীবাজারের জুড়ীতে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদর জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গীরাই গ্রামে ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গীরাই গ্রামের দুলাল মিয়ার মেয়ে রিনা বেগম (১৯) এর সাথে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার গড়বাজাইল গ্রামের আব্দুল মতিনের ছেলে মাহিম (২২)-এর বিয়ে হয়। বিয়ের পর থেকে মাহিম স্ত্রীকে নিয়ে শশুর বাড়িতে বসবাস করতেন। বৃহস্পতিবার দুপুরে রিনা বেগম স্বামীকে ঘরে রেখে বাহিরে যান। ফিরে এসে স্বামী মাহিমকে গলায় ওড়না দিয়ে ঘরের তীরের সাথে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। রিনা বেগমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ এস এম মাইন উদ্দিন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
