ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গেম ও এআই দিয়ে অটিজম শনাক্তকরণ: ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’-এ সেরা ‘নিউরোনার্চার’ শ্রীমঙ্গলে চা শ্রমিকদের নিয়ে ভোটার উদ্বুদ্ধকরণ সভা নাসের রহমানের নামে ভুয়া ফেসবুক পেজ, সতর্কবার্তা ২২ জানুয়ারির জনসভা সফল করতে আইনপুর মাঠ পরিদর্শন করলেন বিএনপির শীর্ষ নেতারা মৌলভীবাজারের শামছুল ইসলাম সিলেট বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে মৌলভীবাজার প্রতীকী অনশন দুর্গাপুর পৌরসভা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ভারতীয় জিরা উদ্ধার করেছে বিজিবি মৌলভীবাজার ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমানের সমর্থনে লন্ডনে সভা গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টু ঢালীর জামায়াতে যোগদান

স্মৃতিসৌধে তারেক রহমান, সাভারে নেতাকর্মীদের জনসমুদ্র

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / ১১২ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে স্বদেশে প্রত্যাবর্তনের দ্বিতীয় দিনে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তার এই আগমনকে কেন্দ্র করে শুক্রবার বিকেল থেকেই স্মৃতিসৌধ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় লাখো নেতাকর্মীর ঢল নেমেছে। প্রিয় নেতাকে স্বাগত জানাতে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত পুরো এলাকা এখন জনারণ্যে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ব্যানার, ফেস্টুন এবং জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিলসহকারে স্মৃতিসৌধ এলাকায় সমবেত হচ্ছেন নেতাকর্মীরা।

‘তারেক রহমান বীরের বেশে, ফিরলেন এবার বাংলাদেশে’ এমন স্লোগানে মুখরিত পুরো জনপদ। নেতাকর্মীদের বিশাল উপস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও নিরলস কাজ করে যাচ্ছেন।

সাভার ও ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষও যোগ দিয়েছেন এই স্বতঃস্ফূর্ত জমায়েতে।

এর আগে বৃহস্পতিবার দেশে ফেরার পর রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিশাল গণসংবর্ধনায় যোগ দেন তারেক রহমান। ওই রাতেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন তার মাতা বেগম খালেদা জিয়াকে দেখতে যান।

শুক্রবার বিকেলে শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি সরাসরি সাভারের উদ্দেশ্যে রওনা হন। তার এই সফরকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে।

স্মৃতিসৌধে অপেক্ষারত নেতাকর্মীরা এই দিনটিকে বাংলাদেশের রাজনীতির জন্য এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ হিসেবে দেখছেন।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি জানান, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে কর্মীরা যার জন্য অপেক্ষা করেছেন, তাকে আজ চোখের সামনে দেখতে পাওয়া বড় প্রাপ্তি। শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তারেক রহমান উপস্থিত জনতার উদ্দেশ্যে কোনো দিকনির্দেশনামূলক সংক্ষিপ্ত বক্তব্য দেবেন কি না, সেই প্রত্যাশায় প্রহর গুনছেন সেখানে সমবেত হাজারো মানুষ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

স্মৃতিসৌধে তারেক রহমান, সাভারে নেতাকর্মীদের জনসমুদ্র

আপডেট সময় ০৮:৫৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে স্বদেশে প্রত্যাবর্তনের দ্বিতীয় দিনে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তার এই আগমনকে কেন্দ্র করে শুক্রবার বিকেল থেকেই স্মৃতিসৌধ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় লাখো নেতাকর্মীর ঢল নেমেছে। প্রিয় নেতাকে স্বাগত জানাতে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত পুরো এলাকা এখন জনারণ্যে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ব্যানার, ফেস্টুন এবং জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিলসহকারে স্মৃতিসৌধ এলাকায় সমবেত হচ্ছেন নেতাকর্মীরা।

‘তারেক রহমান বীরের বেশে, ফিরলেন এবার বাংলাদেশে’ এমন স্লোগানে মুখরিত পুরো জনপদ। নেতাকর্মীদের বিশাল উপস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও নিরলস কাজ করে যাচ্ছেন।

সাভার ও ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষও যোগ দিয়েছেন এই স্বতঃস্ফূর্ত জমায়েতে।

এর আগে বৃহস্পতিবার দেশে ফেরার পর রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিশাল গণসংবর্ধনায় যোগ দেন তারেক রহমান। ওই রাতেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন তার মাতা বেগম খালেদা জিয়াকে দেখতে যান।

শুক্রবার বিকেলে শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি সরাসরি সাভারের উদ্দেশ্যে রওনা হন। তার এই সফরকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে।

স্মৃতিসৌধে অপেক্ষারত নেতাকর্মীরা এই দিনটিকে বাংলাদেশের রাজনীতির জন্য এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ হিসেবে দেখছেন।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি জানান, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে কর্মীরা যার জন্য অপেক্ষা করেছেন, তাকে আজ চোখের সামনে দেখতে পাওয়া বড় প্রাপ্তি। শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তারেক রহমান উপস্থিত জনতার উদ্দেশ্যে কোনো দিকনির্দেশনামূলক সংক্ষিপ্ত বক্তব্য দেবেন কি না, সেই প্রত্যাশায় প্রহর গুনছেন সেখানে সমবেত হাজারো মানুষ।