ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হজ নিবন্ধন ৫ এপ্রিল পর্যন্ত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
  • / ৪১৪ বার পড়া হয়েছে

কোটা পূরণের লক্ষ্যে হজ নিবন্ধনের সময়সীমা আবারও ৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি এবং বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধনের ক্রমিক নম্বর এখনো খোলা রয়েছে এবং উভয় ব্যবস্থাপনাই হজযাত্রীদের জন্য একটি নতুন প্রাক-নিবন্ধন সুবিধা তৈরি করেছে। নিবন্ধন কোটা শেষ হয়ে গেলে নিবন্ধনের সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

৯ জানুয়ারি সৌদি আরবের সঙ্গে হজ নিয়ে একটি চুক্তি সই করে সরকার। চুক্তি অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এর মধ্যে ৯ হাজার ৯৩৫ এবং এক লাখ আট হাজার ৩৫১ জন হজযাত্রী ইতোমধ্যেই যথাক্রমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন।

এ বছর ৭০ শতাংশ বাংলাদেশি হজযাত্রী জেদ্দা বিমানবন্দর এবং ৩০ শতাংশ মদিনা বিমানবন্দর দিয়ে যাবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হজ নিবন্ধন ৫ এপ্রিল পর্যন্ত

আপডেট সময় ০৯:১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

কোটা পূরণের লক্ষ্যে হজ নিবন্ধনের সময়সীমা আবারও ৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি এবং বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধনের ক্রমিক নম্বর এখনো খোলা রয়েছে এবং উভয় ব্যবস্থাপনাই হজযাত্রীদের জন্য একটি নতুন প্রাক-নিবন্ধন সুবিধা তৈরি করেছে। নিবন্ধন কোটা শেষ হয়ে গেলে নিবন্ধনের সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

৯ জানুয়ারি সৌদি আরবের সঙ্গে হজ নিয়ে একটি চুক্তি সই করে সরকার। চুক্তি অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এর মধ্যে ৯ হাজার ৯৩৫ এবং এক লাখ আট হাজার ৩৫১ জন হজযাত্রী ইতোমধ্যেই যথাক্রমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন।

এ বছর ৭০ শতাংশ বাংলাদেশি হজযাত্রী জেদ্দা বিমানবন্দর এবং ৩০ শতাংশ মদিনা বিমানবন্দর দিয়ে যাবেন।