হবিগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
- আপডেট সময় ০২:৩৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
- / ৩৭৪ বার পড়া হয়েছে
এম এ ওয়াহেদঃ ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলা, বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে, চলতি সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সংখ্যানুপাতিক (RP) পদ্ধতির প্রবর্তন এবং ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা কমিটি শুক্রবার (২৭ অক্টোবর) বাদ আসর ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা রাজনগর কার্যালয় থেকে আলহাজ্ব মহিব উদ্দীন আহমেদ সোহেলের নেতৃত্ব বিক্ষোভ মিছিল করে দলের নেতা কর্মীরা। ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মহিব উদ্দীন আহমেদ সোহেলের নেতৃত্বে হবিগঞ্জ জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক পথ সভায় আলহাজ্ব মহিব উদ্দীন আহমেদ সোহেলের সভাপতিত্বে সভায় ও আলহাজ্ব শামসুল হুদার সঞ্চালনা সভায় বক্তব্য রাখেন মাওলানা লুৎফর রহমান আজাদ, মুফতি মঈন খান তানভীর সহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ। সভা শেষে মাওলানা নাজির আহমেদ এর দোয়ার মাধ্যমে সভা সমাপ্ত ঘোষণা করেন।