ব্রেকিং নিউজ
হবিগঞ্জ সয়াবিন তেল মজুতদারের বিরুদ্ধে অভিযান জরিমানা আদায়

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১০:৪৯:২২ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারা :পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের মূল্যবৃদ্ধি, মজুদ করে কৃত্রিম সংকট, ভেজাল খাদ্য পরিহারসহ ভোক্তাদের হয়রানী রোধে বাজার নিয়ন্ত্রণে মনিটরিংয়ে নেমেছে হবিগঞ্জ জেলা প্রশাসন।
সোমবার ( ৩ মার্চ ) হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ ও কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রুবেল হোসাইনের নেতৃত্বে অভিযান করা হয়।

এসময় ফৌজিয়া এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো: সাজ্জাদ হোসাইনকে মোট ১১ হাজার ৭শ ৪৪ লিটার রুপচাঁদা সয়াবিন তেল মজুূদ রাখার অপরাধে এবং বাজারে কৃত্তিম সংকট সৃষ্টির দায়ে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং উক্ত তেল আগামী দুই দিনের মধ্যে ভোক্তাদের মাঝে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
এছাড়া হবিগঞ্জ শহরস্থ রকি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো: আহমেদ আলীকে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ট্যাগস :