হাজারো মানুষের ভালোবাসায় চির বিদায় বিএনপি নেতা গাজী মারুফ
- আপডেট সময় ০৮:৫৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
- / ৩৬০ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্কঃ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা আহ্ববায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রদল নেতা গাজী মারুফ এর জানাযার নামাজ তার নিজ গ্রামর বাড়িতে অনুষ্ঠিত হয় । তার জানাজায় হাজার হাজার মানুষ অংশ গ্রহন করে।
বুধবার (৮ জানুয়ারি) সকাল ১১ টার দিকে জানাযার নামাজ সম্পূন্ হয়। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন,সিলেট বিভাগীয় বিএনপির সাংঘটনিক সম্পাদক জিকে গৌছ,সহ সাংঘটনিক সম্পাদক মিফতা সিদ্দিকী,কেন্দ্রীয় সদস্য ফয়সল আহমেদ চৌধুরী,মৌলভীবাজার জেলা বিএনপির আহ্ববায়ক ফয়জুল করিম ময়ূন, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, সদস্য সচিব আব্দুর রহিম রিপনসহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
উল্লেখ্য গত সোমবার রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থ হলে শহরের লাইফ লাইন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।