ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
চাঁদা নিতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ আটক ৫ শেখ মোঃ আতিকুর রহমানকে মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে অব্যাহতি আমাদের লড়াই ছিলো ফ‍্যাসিস্ট রাষ্ট্র ফ‍্যাসিস্ট বাহিনীর বিরোধী মৌলভীবাজারে আহ্বায়ক নাহিদ ইসলাম দুই নম্বরি,বাটপারি করার চিন্তা থাকলে আগেই দল থেকে বের হয়ে যান,ধরা পড়লে কিন্তু খবর আছে- এম নাসের রহমান মৌলভীবাজারে এসএসসি/দাখিল জিপিএ-৫ প্রাপ্তদের ছা*ত্রশিবিরের সংবর্ধনা এনসিপির নেতৃত্বে আগামীতে বাংলাদেশের ক্ষমতা জনগনের হাতে ফিরিয়ে দিবো জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনে যে সকল ছাত্র জনতা শাহাদাত বরণ করেছেন তাঁদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা মিথ্যা জবানবন্দির বিরুদ্ধে রাতগাঁও গ্রামে মানববন্ধন মৌলভীবাজার পাহাড়ী টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় ২০২৫ সালের দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা

হাজারো শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রেরণা মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত।।

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • / ২৯২ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি :: সাড়ে তিন হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণে মৌলভীবাজারে প্রেরণা মেধাবৃত্তি পরিক্ষা-২৪ অনুষ্ঠিত হয়েছে।

(২৮ ডিসেম্বর) শনিবার সকাল ১১টায় মৌলভীবাজার ইসলামিক সোসাইটির উদ্যোগে মৌলভীবাজার সদর, রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া, শ্রীমঙ্গল, বড়লেখা, জুড়ী সহ মোট ৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে জেলার সাতটি উপজেলায় ৩৫০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এবং ৮৯ টি পরীক্ষা কক্ষে ১৯৯ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন। পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখার জন্য ১০০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।


অভিভাবক বদরুর রহমান চৌধুরী বলেন, প্রেরণা কর্তৃক আয়োজিত আজকের এই মেধাবৃত্তি পরীক্ষার সিস্টেম আমার কাছে অসাধারণ লেগেছে, তাছাড়াও বাচ্চারা খুবই উৎসাহিত। আমার মনে হয় এর আগেও অনেকগুলা মেধাবৃত্তিক পরীক্ষা হয়েছে কিন্তু এত সুশৃংখলভাবে পরীক্ষা হয়েছে বলে আমার মনে হয় না। এটা আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। তাদের পরিবেশ বা তাদের শৃঙ্খলা বিধি গুলো অসাধারণ। আর বাচ্চারও খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে পরীক্ষা দিয়েছে। ইনশাল্লাহ আগামীতে তারা এভাবে আয়োজন করবেন, আমি তাদের উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করছি।

পরীক্ষা পরিচালনা জেলা কমিটির চেয়ারম্যান প্রফেসর মামুনুর রশিদ সন্তোষ প্রকাশ করে বলেন, মেধাবী নতুন প্রজন্ম তৈরীর ক্ষেত্রে আমাদের এ উদ্যোগ ছাত্র অভিভাবকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। অত্যন্ত কষ্ট করে পরীক্ষা পরিচালনায় যারা সহযোগিতা করেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শক হিসেবে মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনসুর আলমগীর, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.আবু ইউসুফ মু. শেরুজ্জামান, পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রফেসর মামুনুর রশিদ, মৌলভীবাজার ইসলামিক সোসাইটির চেয়ারম্যান দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব,ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান ও ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী জেলা সমন্বয়ক মোঃ ইয়ামির আলী, সদস্য সচিব সীতাব আলী।

সম্মিলিত মেধা পুরস্কার হিসেবে থাকছে ১ম পুরস্কার শ্রেণি ভিত্তিক নগদ ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট। ২য় পুরস্কার শ্রেণি ভিত্তিক নগদ ৮ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট। ৩য় পুরস্কার শ্রেণি ভিত্তিক নগদ ৬ হাজার টাকা ক্রেস্ট ও সার্টিফিকেট। শ্রেণি ভিত্তিক মেধার ক্রমানুসারে পরবর্তী ১৭ জনকে নগদ ২ হাজার টাকা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। সম্মিলিত মেধা তালিকার ২০ জনের বাহিরে প্রত্যেক উপজেলায় শ্রেণি ভিত্তিক সর্বোচ্চ মেধার ক্রমানুসারে ১০ জনকে নগদ ১ হাজার টাকা দেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হাজারো শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রেরণা মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত।।

আপডেট সময় ০৪:৫৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

শহর প্রতিনিধি :: সাড়ে তিন হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণে মৌলভীবাজারে প্রেরণা মেধাবৃত্তি পরিক্ষা-২৪ অনুষ্ঠিত হয়েছে।

(২৮ ডিসেম্বর) শনিবার সকাল ১১টায় মৌলভীবাজার ইসলামিক সোসাইটির উদ্যোগে মৌলভীবাজার সদর, রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া, শ্রীমঙ্গল, বড়লেখা, জুড়ী সহ মোট ৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে জেলার সাতটি উপজেলায় ৩৫০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এবং ৮৯ টি পরীক্ষা কক্ষে ১৯৯ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন। পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখার জন্য ১০০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।


অভিভাবক বদরুর রহমান চৌধুরী বলেন, প্রেরণা কর্তৃক আয়োজিত আজকের এই মেধাবৃত্তি পরীক্ষার সিস্টেম আমার কাছে অসাধারণ লেগেছে, তাছাড়াও বাচ্চারা খুবই উৎসাহিত। আমার মনে হয় এর আগেও অনেকগুলা মেধাবৃত্তিক পরীক্ষা হয়েছে কিন্তু এত সুশৃংখলভাবে পরীক্ষা হয়েছে বলে আমার মনে হয় না। এটা আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। তাদের পরিবেশ বা তাদের শৃঙ্খলা বিধি গুলো অসাধারণ। আর বাচ্চারও খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে পরীক্ষা দিয়েছে। ইনশাল্লাহ আগামীতে তারা এভাবে আয়োজন করবেন, আমি তাদের উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করছি।

পরীক্ষা পরিচালনা জেলা কমিটির চেয়ারম্যান প্রফেসর মামুনুর রশিদ সন্তোষ প্রকাশ করে বলেন, মেধাবী নতুন প্রজন্ম তৈরীর ক্ষেত্রে আমাদের এ উদ্যোগ ছাত্র অভিভাবকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। অত্যন্ত কষ্ট করে পরীক্ষা পরিচালনায় যারা সহযোগিতা করেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শক হিসেবে মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনসুর আলমগীর, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.আবু ইউসুফ মু. শেরুজ্জামান, পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রফেসর মামুনুর রশিদ, মৌলভীবাজার ইসলামিক সোসাইটির চেয়ারম্যান দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব,ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান ও ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী জেলা সমন্বয়ক মোঃ ইয়ামির আলী, সদস্য সচিব সীতাব আলী।

সম্মিলিত মেধা পুরস্কার হিসেবে থাকছে ১ম পুরস্কার শ্রেণি ভিত্তিক নগদ ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট। ২য় পুরস্কার শ্রেণি ভিত্তিক নগদ ৮ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট। ৩য় পুরস্কার শ্রেণি ভিত্তিক নগদ ৬ হাজার টাকা ক্রেস্ট ও সার্টিফিকেট। শ্রেণি ভিত্তিক মেধার ক্রমানুসারে পরবর্তী ১৭ জনকে নগদ ২ হাজার টাকা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। সম্মিলিত মেধা তালিকার ২০ জনের বাহিরে প্রত্যেক উপজেলায় শ্রেণি ভিত্তিক সর্বোচ্চ মেধার ক্রমানুসারে ১০ জনকে নগদ ১ হাজার টাকা দেওয়া হবে।