১৪তম বারের মত শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক নির্বাচিত হলেন পুলিশ পরিদর্শক ইউনুছ
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৫:২৪:১২ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
- / ৫৮৫ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারে ১৪তম বারের ন্যায় এই মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক নির্বাচিত হলেন কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ ইউনুছ মিয়া।
বুধবার (৪ অক্টোবর ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক সভায় ক্রেষ্ট ও ধন্যবাদপত্র তুলে দেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)।
বিভিন্ন পর্যায়ে অভিন্ন মানদন্ডে মৌলভীবাজার সদর কোর্ট শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সদর কোর্টের পুলিশ পরিদর্শক মোঃ ইউনুস মিয়া শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক নির্বাচিত হন।তাছাড়া কুলাউড়া কোর্টের নাজমা বেগম শ্রেষ্ঠ সিএসআই এবং এএসআই জগদীশ চন্দ্র দাস শ্রেষ্ঠ জিআরও নির্বাচিত হন।
এ বিষয়ে সদর কোর্টের পুলিশ পরিদর্শক মোঃ ইউনুছ মিয়া বলেন, কোর্টে আমাদের প্রতিটি পুলিশ সদস্য আন্তরিকতা নিয়ে কাজ করে থাকে। সার্বিক মানদন্ডে অত্র জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এসময়ে অন্যান্যদের মধ্যে মাসিক অপরাধ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন, এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ এবং অন্যান্য অফিসার বৃন্দ।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)