1. mrrahel7@gmail.com : Admin : Mahbubur Rahel
  2. samadpress96@gmail.com : Samad Ahmed : Samad Ahmed
সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ১২:৫৮ অপরাহ্ন

১৬০০পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

বিশেষ প্রতিনিধিঃ র‌্যাব-৯ সিপিসি-২(শ্রীমঙ্গল ক্যাম্প) এর অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন হইতে ১৬০৩ পিচ ইয়াবা সহ পেশাদার দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে

৫ জানুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -৯, সিপিসি-২শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে হবিগন্জ জেলার মাধমপুর থানাধীন ০৪ নং ইউনিয়ন পরিষদের মেইনগেট এর সামনে হইতে ১৬০৩ পিচ ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক

১. রাব্বানী আহমেদ অপু,(২৮), পিতা-মন্জুর আলী, সাং-দুর্গাপুর পুর্বপাড়া,থানা-মাধবপুর,জেলাঃ -হবিগঞ্জ ।
২.নুর মোহাম্মদ(২৩)
পিতাঃমোঃ সৈয়দ মিয়া,সাং দুর্গাপুর পুর্বপাড়,থানাঃ মাধবপুর ,জেলাঃ হবিগঞ্জ।

উল্লেখিত ঘটনায় র‍্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আলামাত সহ আসামিকে সংশ্লিষ্ট থানায় প্রেরন করেন।

এ সংক্রান্ত আরোও নিউজ