২১ শে ডিসেম্বর মৌলভীবাজারে জামায়াতের কর্মী সম্মেলন পরিদর্শনে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
- আপডেট সময় ০৩:৫০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
- / ১৫১ বার পড়া হয়েছে
মৌলভীবাজার ২৪ ডেস্কঃ ২১ শে ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার কর্মী সম্মেলন এ আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মাঠ ও মঞ্চ প্রস্তুতির আয়োজন চলছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় মৌলভীদের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শনে আসেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এসময় মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব,জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান,নব জেলা সেক্রেটারি মো: ইয়ামির আলী,জেলা এসিস্টেন্ট সেক্রেটারি আলাউদ্দিন শাহ ও আজিজ আহমদ কিবরিয়া , জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ,পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর আমীর মো: ফখরুল ইসলাম, ছাত্রশিবির শহর ও জেলা সভাপতি যথাক্রমে তারেক আজিজ ও হাফেজ আলম হোসাইন, পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, সদর সেক্রেটারি দেওয়ান আশিক আল রশিদ চৌধুরী সহ অন্যান্য জামায়াত শিবিরের জেলা, উপজেলা,পৌর সভার স্থানীয় দায়িত্বশীলবৃন্দরা উপস্থিত ছিলেন।
মাঠ পরিদর্শন শেষে সম্মেলনের সফলতা কামনা করে উপস্থিত মিডিয়াকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জানেন যে,আগামী ২১ ডিসেম্বর শনিবার মৌলভীবাজার জেলার ঐতিহাসিক এই মাঠে জেলা জামায়াতের উদ্যোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১০ ঘটিকায় আরম্ভ হয়ে দুপুরে যোহরের নামাজের আগে শেষ হবে ইনশাআল্লাহ ।
ঐতিহাসিক এ সম্মেলনে শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর আমাদের এই জেলার কৃতি সন্তান মজলুম জননেতা ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক বক্তব্য পেশ করবেন।
এছাড়াও জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট বিভাগের নেতৃবৃন্দ, মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশন পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে দাওয়াত দেওয়া হয়েছে আমরা আশা করি সকলেই উপস্থিত হয়ে নতুন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।।