৪ বিঘা জমির সবজি কেটে ফেলেছে দুর্বৃত্তরা
- আপডেট সময় ০৩:১৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
- / ৪২৪ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: প্রতিদিন কৃষক জরু মিয়া তার ফলানো ৪ বিঘা সবজি ক্ষেত থেকে লাউ, মুলা, টমেটো বিক্রি করছিলেন। কিন্তু মঙ্গলবার সকালে গিয়ে দেখেন তার ৪ বিঘা সবজি ক্ষেত দুর্বৃত্তরা কেটে ফেলেছে।
মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। কৃষকের এ সর্বনাশা খবর পেয়ে এলাকাবাসী এ ঘটনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক জরু মিয়া জানান, ২ মাস ধরে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়ে ৪ বিঘা জমিতে লাউ, মুলা ও টমেটো সবজি চাষ করেন। গত কয়েক দিন ধরে এসব সবজি তিনি বাজারে বিক্রিও শুরু করেন। মঙ্গলবার সকালে তিনি সবজি ক্ষেতে গিয়ে দেখতে পান লাউ, মুলা ও টমেটো গাছ সম্পূর্ণ কেটে ও উপড়ে ফেলে বিনষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা ওই রাতের যে কোন সময় শত্রুতার বসত তার এ ক্ষতি করা হয়েছে। এতে তার ক্ষতি হয়েছে ৩ লাখ টাকা। এ ঘটনায় মাধবপুর থানায় একটি অভিযোগ করা হয়েছে।
মাধবপুর থানার ডিউটি অফিসার এসআই শিবানী দাশ জানান, ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।