ব্রেকিং নিউজ
অবৈধ তফসিল বাতিলের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৯:৩৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
- / ৭৫৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অবৈধ তফসিল প্রত্যাখান করে মৌলভীবাজার জেলা ছাত্রদলের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেছে।
বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে সাতটায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের নেতৃত্বে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে মৌলভীবাজারে অংশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ শেষে ছাত্রনেতা আকিদুর রহমান সোহান ফ্যাসিষ্ট শেখ হাসিনার আজ্ঞাবহ নির্বাচনের তফসিল প্রত্যাখান করে বলেন, এ অবৈধ দখলদার সরকারের অধীনে কোন নির্বাচন এ দেশের মাটিতে হতে দেওয়া হবে না। এ তফসিল দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখান করেছে। সামনের দিনে গুলোতে ছাত্রদলের কর্মীরা জীবন দিয়ে হলে দলের কেন্দ্রীয় সকল কর্মসুচী পালনে সচেষ্ট থাকতে হবে।’

ট্যাগস :