আইজিপির নির্দেশের পর সতর্কাবস্থানে মৌলভীবাজারসহ সিলেটের চার পুলিশ সুপার

- আপডেট সময় ০৬:০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / ৭৬২ বার পড়া হয়েছে

ভারত ও পাকিস্তানের চলমান সংঘাতকে কেন্দ্র করে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশ দেয়ার পর মৌলভীবাজারসহ সিলেট বিভাগের চার জেলার পুলিশ সুপারকে সর্তক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।
বুধবার (৭ মে) রাতে সিলেট ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান।
তিনি বলেন, আইজিপি মহোদয়ের নির্দেশনা দেয়ার পর আমরা সিলেট রেঞ্জের সকল পুলিশ সুপারকে সীমান্তে কড়া সতর্কবস্থানে থাকতে বলা হয়েছে। সীমান্তে যেনো কারো অনুপ্রবেশ না ঘটে এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য আমরা চার পুলিশ সুপারকে নির্দেশনা দিয়েছি।
এর আগে, ভারত ও পাকিস্তানের চলমান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশনা দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে পুলিশের বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে আয়োজিত ওই অনুষ্ঠানে আইজিপি সাংবাদিকদের বলেন, ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, কোনো জঙ্গি বা সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তের জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক থাকতে বলা হয়েছে।
