আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু
- আপডেট সময় ০৩:৫৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ৩৭৪ বার পড়া হয়েছে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বৈদ্যুতিক শটসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একই পরিবারের চারজন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত দুজনের পরিবারকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা, আহত চারজনকে ১০ হাজার করে ৪০ হাজার টাকার আর্থিক সহায়তা করা হয়েছে।
রোববার ( ২০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জাফলংয়ের রসুলপুর গ্রামের ইয়াকুব মিয়ার দোকান ও বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে ইয়াকুব মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩০) ও মেয়ে সুমাইয়া আক্তার (১৩) মারা যায়। একই ঘটনায় ইয়াকুব মিয়া, তার মা এবং দুই সন্তান জুবাইর ও জুনাইদ অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।













