আগুন-সন্ত্রাস দমনে ছাত্রলীগই যথেষ্ট: চিত্রনায়িকা মাহি
- আপডেট সময় ০৩:০০:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ২২৪ বার পড়া হয়েছে
আপাতত অভিনয়ে কম দেখা গেলেও রাজনীতির মাঠে বেশ সক্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। মাঝে মধ্যেই সশরীরে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেন তিনি। তেমনই সোমবার (৬ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের এক সমাবেশে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন এ অভিনেত্রী।
সেখান বিএনপির সমালোচনা করে এই চিত্রনায়িকা বলেন, ‘বর্তমান বিএনপি দেশকে একটি নৈরাজ্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা উন্নয়ন বঞ্চিত করতে চায় বঙ্গবন্ধুর হাতে গড়া সোনার বাংলাকে। যার কারণে দেশে হরতাল–অবরোধের নামে আগুন সন্ত্রাসে নেমেছে। তাদের আগুন-সন্ত্রাস দমনে বাংলাদেশ ছাত্রলীগের নেতা–কর্মীরাই যথেষ্ট।’
সোমবার (৬ নভেম্বর) দুপুরে দেশব্যাপী বিএনপির অবরোধের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহিয়া মাহি।
মাহি বলেন, ‘আমি চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়েক দিন যাবৎ ঘুরেছি। কোথাও হরতাল-অবরোধের প্রভাব পড়েনি। মানুষ এখন বুঝতে শিখেছে তারা আগুন সন্ত্রাসের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ। ফলে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারও নৌকার প্রার্থীদের বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গঠনে সহযোগিতা করবে।’
বাংলাদেশ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার আয়োজনে মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ঘুরে শহরের বঙ্গবন্ধু মঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাইফ জামান আনন্দ, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান, সদর উপজেলা শাখার সভাপতি ফয়সাল আহমেদসহ অন্যরা।