আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচ্সএসসি পরীক্ষার্থীরা সংবর্ধিত

- আপডেট সময় ০৮:০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / ১২২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ২০২৫ এ এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে ওই শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের আয়োজনে তাদের নিজস্ব অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ম্যানেজিং ও গভর্নিং কমিটির আহবায়ক প্রফেসর মো. সেলিম।
প্রভাষক অরিজিৎ দেব রায় সাজু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন শেরপুর ওয়েল ফেয়ার ট্রাস্টের ট্রাস্টি, বাজনৈতিক বিশ্লেষক এম রহমান মাসুম।
বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধান শিক্ষক শিহাবুর রহমান,নবীগঞ্জ রাগীব-রাবেয়া কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, ছায়েদুল ইসলাম, প্রভাষক মুজাহিদুল ইসলাম চৌধুরী, জাহিদুল ইসলাম, স্বাগত বক্তব্য দেন মির্জা লুৎফুর রহমান, শিক্ষার্থীদেও পক্ষ থেকে বক্তব্য দেন সাগরিকা দাশ।
এরপর প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে উপহার সামগ্রীর প্যাকেট ও পরীক্ষার প্রবেশপত্র তুলে দেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও সভাপতি মহোদয়কে সম্মাননা স্মারকে ভূষিত করেন কলেজটির শিক্ষকবৃন্দ।
