আন্তজার্তিক শিশু শান্তি পুরস্কার ২০২২ মনোনিত হয়েছেন বাড়লেখার রেদওয়ান
- আপডেট সময় ০৬:২৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- / ৪৩৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্কঃ বাল্য বিবাহের বিরুদ্ধে কাজ করে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২২ এর জন্য মনোনীত হয়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কিশোর রেদওয়ান আহমেদ। তাকে এ পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে নেদারল্যান্ড সরকারের পিস রাইটস কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে। শিশুদের জন্য এটি শিশুদের নোবেল পুরস্কার নামে পরিচিত।
মঙ্গলবার ( ১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন রেদওয়ান নিজেই।
রেদওয়ান জানান, গতকাল সোমবার রাতে কিডস রাইটস ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে জানতে পেরেছি।
এরআগে ‘বাল্য বিবাহ’ বিষয়ে পুরস্কারটির জন্য আবেদন করেছিলাম।
রেদওয়ান মৌলভীবাজার জেলার বড়লেখার উপজেলার ইটাউরী গ্রামের বাসিন্দা।
রেদওয়ান এবছর এসএসসি পরিক্ষা দিয়েছে। রেদওয়ান আহমেদ বিডিনিউজ২৪ এবং ইউনিসেফ এর শিশু সাংবাদিক হিসেবে কর্মরত। এছাড়াও ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস এর সাথে জলবায়ু সুবিচার আন্দোলনে কাজ করছে।