মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসন এবং মৌলভীবাজার ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জ এর আয়োজনে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, মৌলভীবাজার ও হবিগঞ্জের দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. কামরুজ্জামান, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ।
এর আগে, সার্কিট হাউস প্রাঙ্গনে সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানো হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেল সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিব হোসেন, বিভিন্ন অফিসের কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন বলেন, দুর্নীতি প্রতিটি সমাজ ও দেশের জন্য একটি গুরুতর সমস্যা।সর্বস্তরে সামাজিক সচেতনতা বাড়লেই দুর্নীতি কমানো সম্ভব।সাধারণ মানুষের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে হবে।