ব্রেকিং নিউজ
আন্ত বিভাগীয় ডাকাত সর্দার ‘কালা বাবুল’গ্রেফতার

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৯:০৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
- / ৭৮৫ বার পড়া হয়েছে

ষ্টাফ রির্পোটার: মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আন্ত বিভাগীয় ডাকাত সর্দার ইয়াসিন আলী ওরফে কালা বাবুলকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড়সহ কমলগঞ্জ থানার একটি টিম কমলগঞ্জ থানাধীন ৫নং সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ গ্রামে আসামির বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ইয়াসিন কালা বাবুলকে গ্রেফতার করা হয়।
ইয়াসিন আলী কালা বাবুল কমলগঞ্জ থানাধীন ৫নং কমলগঞ্জ ইউনিয়নের চৈতন্যগঞ্জ গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার২৪ ডট কমকে জানান, গ্রেফতারকৃত কালা বাবুল আন্তঃবিভাগীয় ডাকাত দলের সক্রিয় সদস্য এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে হবিগঞ্জ, সিলেট জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ১১টি মামলা রয়েছে।

ট্যাগস :