ব্রেকিং নিউজ
আমেরিকান সকার লিগে নাম লেখাচ্ছেন লিওনেল মেসি
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৮:৩৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
- / ১৭৮ বার পড়া হয়েছে
সিরিয়াস ফুটবল ছেড়ে আমেরিকান সকার লিগে নাম লেখাচ্ছেন লিওনেল মেসি। সব জল্পনা শেষে মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন মেসি।
পিএসজির সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়ে আলোচনায় ছিল বার্সেলোনায় ফেরার, অথবা সৌদি আরবের আল হিলালে যোগ দেওয়ার। কিন্তু সেটা হয়নি। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সকার লিগকে বেছেন নিলেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন।
বুধবার বিবিসির প্রতিবেদনে মেসির ইন্টার মিয়ামিতে যোগদানের তথ্য আসে।
বিবিসির প্রতিবেদনের বাইরে মেসির ইন্টার মিয়ামিতে যোগদানের তথ্য জানান দলবদল বিষয়ে নির্ভরযোগ্য ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানো। বুধবার (৭ জুন) নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন রোমানো। সেখানে তিনি জানান, মেসির সঙ্গে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামির চুক্তি সম্পন্ন হয়ে গেছে। কয়েক ঘণ্টার মধ্যে মেসি নিজেই সেটি জানাবেন
ট্যাগস :