আল হারামাইন পারফিউমসের ১৮তম আউটলেট উদ্বোধন
- আপডেট সময় ০২:৪২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
- / ৬২৪ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ডেস্কঃ আল হারামাইন পারফিউমস বাংলাদেশ’র ১৮তম আউটলেট এবং চট্টগ্রামের চতুর্থ আউটলেট উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মার্চ) নগরীর নাসিরাবাদের সানমার ওশান সিটিতে জমকালে আয়োজনে এই আউটলেটের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আল হারামাইন পারফিউমস বাংলাদেশ’র নির্বাহী পরিচালক সৈয়দ সাব্বির আহমেদ, মডেল এবং অভিনেতা নিরব ও চট্টগ্রাম দোকান মালিক সমিতির সভাপতি আসাদ ইফতেখার। আরও উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবর্গ ও প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তাগণসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।
চট্টগ্রামের এই আউটলেটটি সাজানো হয়েছে পারফিউম, আতর ও বাখুরের পাশাপাশি ডিওডরেন্ট ও এয়ার ফ্রেশনারের মত সুগন্ধি পণ্য দিয়ে। উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামের সকল আউটলেটে সুগন্ধিপ্রেমীদের জন্য যাবতীয় সুগন্ধিজাত পণ্য কেনাকাটায় সকল পণ্যের ওপর থাকছে ৪ দিনব্যাপী ২৫% পর্যন্ত মূল্যছাড়।