আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন দেড়মাস বাকি এরই মাঝে প্রচার প্রচারণায় মাঠে এখন তুঙ্গে
- আপডেট সময় ০২:০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
- / ৪৯১ বার পড়া হয়েছে
এম এ ওয়াহেদ: হবিগঞ্জ জেলার আসন্ন লাখাই উপজেলা পরিষদ নির্বাচন দেড়মাস বাকি এরই মাঝে প্রচার প্রচারনায় ভোটের মাঠ এখন তুঙ্গে। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায় আগামী মে মাসের ২৯ তারিখ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায় এ উপজেলায় নারী পুরুষ সহ মোট ভোটার সংখ্যা ১লাখ ২৮ হাজার ৬ শত ৭৬ জন। এর বিপরীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ৪ জনের নাম শুনা যাচ্ছে। তারা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ তিনি এর আগে দুইবার নির্বাচিত চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। অপর প্রার্থী হলেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম তিনিও আওয়ামী পরিবারের একজন। তিনিও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। আরেক চেয়ারম্যান প্রার্থী হলেন উপজেলার সাবেক আওয়ামী লীগের সভাপতি ও বামৈ ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুল আলম মাহফুজ তিনিও একজন চেয়ারম্যান প্রার্থী লাখাই আওয়ামী যুব লীগের আহবায়ক ইকরামুল মজিদ চৌধুরী শাকিল তিনি বর্তমানে বিআরডিবির চেয়ারম্যান তিনিও একজন চেয়ারম্যান পদপ্রার্থী। এ ছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর তালিকায় আছেন আরিফ আল হাসান,রাসেল আহমেদ, আব্দুল মতিন মাস্টার, রাজিব কান্তি রায়,মানিক দাশ ও নোমান মোল্লা। মহিলা ভাইস চেয়ারম্যান এর তালিকায় আছেন ৪ জন, তারা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, তানজিনা রহমান প্রিয়া, সুমি আক্তার ও রেনু বেগম। সরেজমিনে ঘুরে দেখা গেছে প্রার্থীরা উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে, পাড়া-মহল্লায় ভোটের মাঠ চষে বেড়ায়াচ্ছেন এবং যার যার পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যে প্রচার প্রচারনায় ব্যস্থ সময় কাটাচ্ছেন তারা। উপজেলা পরিষদ নির্বাচন কে ঘিরে সর্বস্তরের জনগণের মাঝে শুধু নির্বাচন ও ভোট নিয়ে নানা ভাবে আলোচনা, পর্যালোচনা ঝড় বইছে। প্রত্যেক প্রার্থীই প্রতিদিন দুইয়ের অধিক নির্বাচনী পরামর্শ সভা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। এখন শুধু অপেক্ষার পালা কে হবেন উপজেলা পরিষদের চেয়ারের অধিকারী।