আ.লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য হলেন ড. আজিজুল আম্বিয়া
- আপডেট সময় ০৬:৪১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
- / ৩৬৩ বার পড়া হয়েছে
কৃষকদের জন্য লেখালেখির জন্য বিশেষ অবদান রাখায় বাংলাদেশ আ.লীগের কৃষি ও সমবায়বিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি , কলাম লেখক ও গবেষক ড. আজিজুল আম্বিয়া ।
সোমবার (২৩ অক্টোবর) কৃষি ও সমবায় উপকমিটির চেয়ারম্যান ড. মির্জা আব্দুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।
সোমবার (৬ নভেম্বর ) কৃষি ও সমবায় উপকমিটির চেয়ারম্যান ড. মির্জা আব্দুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ আ.লীগ গঠনতন্ত্র ২৫-এর ৬ ধারা মোতাবেক ড. আজিজুল আম্বিয়াকে কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপকমিটির (২০২২-২০২৫) সদস্য মনোনীত করা হয়েছে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ আ.লীগ গঠনতন্ত্র ২৫-এর ৬ ধারা মোতাবেক ড. আজিজুল আম্বিয়াকে কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপকমিটির (২০২২-২০২৫) সদস্য মনোনীত করা হয়েছে।’
সদস্যপদ লাভ করে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কৃষি ও সমবায় উপকমিটির চেয়ারম্যান ড. মির্জা আব্দুল জলিলসহ আ.লীগের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন লেখক ড.আজিজুল আম্বিয়া ।