ব্রেকিং নিউজ
ইউপি চেয়ারম্যানসহ ছেলে গ্রেপ্তার
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১০:১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
- / ১৪৮৪ বার পড়া হয়েছে

কুলাউড়ায় প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ডেভিল হান্টের অভিযান চালিয়ে এক ইউপি চেয়ারম্যান ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে তাদের গ্রেপ্তারের পর বিকেলে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর আলী সোহাগ এবং তার ছেলে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহান আহমেদ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,সোহাগ ও তার ছেলের বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাদের নিজবাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অপারেশন ডেভিল হান্টের অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ট্যাগস :



















