ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইউপি চেয়ারম্যানের উপর হামলা চেষ্টায় কমলগঞ্জে যুবক আটক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০০:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
  • / ৩৫৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউপি চেয়ারম্যানের উপর হামলা চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। গত সোমবার (৮ আগস্ট) রাতে আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামের আব্দুর রহিমের পুত্র নজরুল ইসলাম (৪৬)কে আদমপুর বাজার থেকে আটক করে পরদিন মঙ্গলবার সকালে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়।

জানা যায়, গত রোববার আদমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নজরুল ইসলাম এর স্ত্রীর নাগরিক সনদ নিতে গেলে আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন বিবাহের কাবিননামা দেখতে চান। নজরুল কাবিননামা দেখাতে অস্বীকৃতি জানালে চেয়ারম্যান তাকে নাগরিক সনদ দেননি। ফলে চেয়ারম্যানের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। এ সময় উপস্থিত লোকজন নজরুলকে নিবৃত্ত করেন। পরদিন সোমবার আদমপুর বাজারে স্থানীয় ইউপি সদস্য রুশন আলীর সাথে এ নিয়ে নজরুলের তুমুল বাক বিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যানের সাথে নজরুলের পুণরায় কথা কাটাকাটি হয়।

আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন বলেন, নজরুল বহু বছর ধরে রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চল সংলগ্ন চট্টগ্রামের রাউজান এলাকায় বসবাস করে আসছে। সে এলাকায় তার বিরুদ্ধে চেক জালিয়াতির মামলাও রয়েছে। নজরুল একাধিক বিয়েও করেছে। সে এলাকার কাউকে নাগরিক সনদ দিতে হলে যাচাই-বাছাইয়ের জন্য তাদের বিবাহের কাবিননামা দেখতে চান। নজরুল তা দেখাতে অস্বীকৃতি জানালে তিনি তাকে কাবিননামা নিয়ে এসে নাগরিক সনদ নিতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে সে আমার উপর হামলার চেষ্টা করে এবং সংশ্লিষ্ট ইউপি সদস্য রুশন আলীর গায়ে হাত তোলে। সরকারি কাজে বাঁধা ও তার উপর হামলা চেষ্টায় তিনি ঘটনার দিন রাতেই কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাকসহ পুলিশের একটি দল সোমবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ইউপি চেয়ারম্যানের উপর হামলা চেষ্টায় কমলগঞ্জে যুবক আটক

আপডেট সময় ০৪:০০:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউপি চেয়ারম্যানের উপর হামলা চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। গত সোমবার (৮ আগস্ট) রাতে আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামের আব্দুর রহিমের পুত্র নজরুল ইসলাম (৪৬)কে আদমপুর বাজার থেকে আটক করে পরদিন মঙ্গলবার সকালে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়।

জানা যায়, গত রোববার আদমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নজরুল ইসলাম এর স্ত্রীর নাগরিক সনদ নিতে গেলে আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন বিবাহের কাবিননামা দেখতে চান। নজরুল কাবিননামা দেখাতে অস্বীকৃতি জানালে চেয়ারম্যান তাকে নাগরিক সনদ দেননি। ফলে চেয়ারম্যানের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। এ সময় উপস্থিত লোকজন নজরুলকে নিবৃত্ত করেন। পরদিন সোমবার আদমপুর বাজারে স্থানীয় ইউপি সদস্য রুশন আলীর সাথে এ নিয়ে নজরুলের তুমুল বাক বিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যানের সাথে নজরুলের পুণরায় কথা কাটাকাটি হয়।

আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন বলেন, নজরুল বহু বছর ধরে রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চল সংলগ্ন চট্টগ্রামের রাউজান এলাকায় বসবাস করে আসছে। সে এলাকায় তার বিরুদ্ধে চেক জালিয়াতির মামলাও রয়েছে। নজরুল একাধিক বিয়েও করেছে। সে এলাকার কাউকে নাগরিক সনদ দিতে হলে যাচাই-বাছাইয়ের জন্য তাদের বিবাহের কাবিননামা দেখতে চান। নজরুল তা দেখাতে অস্বীকৃতি জানালে তিনি তাকে কাবিননামা নিয়ে এসে নাগরিক সনদ নিতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে সে আমার উপর হামলার চেষ্টা করে এবং সংশ্লিষ্ট ইউপি সদস্য রুশন আলীর গায়ে হাত তোলে। সরকারি কাজে বাঁধা ও তার উপর হামলা চেষ্টায় তিনি ঘটনার দিন রাতেই কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাকসহ পুলিশের একটি দল সোমবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।