ব্রেকিং নিউজ
ইয়াবা ও গাঁজাসহ আটক-৩
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৪:০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১৯৬৪ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে কুলাউড়া থেকে ২৬০পিস ইয়াবা ও গাঁজাসহ তিন জনকে কটক করা হয়।
বৃহস্পিতবার (১২ মে) দুপুরে মিজাপুর থেকে তাদেরকে আটক করা হয়।
আকটকৃতরা হলেন,ব্রাম্মণবাজার মৌলভীগাও এলাকার উস্তার উদ্দিন এর ছেলে তাজ উদ্দিন,মিজাপুর এলাকার আব্দুল মজিদ এর মেয়ে রুবা বেগম, বড়মচাল চা বাগান এলাকার শ্রীনিবাস বাউরীর স্ত্রী মনতলা বাউরী।
মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদদপ্তরের পরিচালক অমর কুমার সেন মৌলভীবাজার২৪ ডট কমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :