উদয় আমেরিকার গ্লোবাল পিস সমিট ২০২৩ আমন্ত্রণ পেয়েছে
- আপডেট সময় ০৮:৩৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
- / ৩৯২ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: বোরহান উদ্দিন সোসাইটির প্রিয় স্বেচ্ছাসেবী উদয় আমেরিকার গ্লোবাল পিস সামিটে আমন্ত্রিত হওয়ায় তাকে অভিনন্দন। মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচির টিম মেম্বার ও স্বেচ্ছাসেবী প্রিয় মাহতাবুল ইসলাম উদয় আমেরিকার নিউইয়র্ক শহরে ২৫-২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য গ্লোবাল পিস সমিট ২০২৩ শে আমন্ত্রণ পেয়েছি।
বিশ্বের প্রায় ১৪০ টিরও বেশি দেশের প্রার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন, আবেদন যাচাই-বাছাই করে প্রকৃত যোগ্যদেরে আমন্ত্রণ জানানো হয়।
তার এই সফলতায় শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর পক্ষ সংগঠনের চিপ পেট্রন মোহাম্মদ মকিস মনসুর, উপদেষ্টা নজরুল ইসলাম কয়ছর, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, ভাইস চেয়ারম্যান সৈয়দ আবু হাসান জিল্লুল, জোবায়ের আলী আহমদ, মহাসচিব মিজানুর রহমান রাসেল,যুগ্ম মহাসচিব শাহ রাজুল আলী, দাপন কাপন ও সৎকার টিমের টিম লিডার রুহেল খান আশরাফুল, জেলা ব্যাপি মেধা যাচাই পরীক্ষার নির্বাহী পরিচালক (সার্বিক) শফিকুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মনিরুল ইসলাম, উপ পরীক্ষা নিয়ন্ত্রক ওয়াসিম আহমদ নিশান,মোস্তফা বকস,হেলাল আহমদ, সহকারী টিম লিডার আল আমিন খান, সাংগঠনিক সচিব সোহান হোসাইন হেলাল, অর্থ সচিব নাজমুল হোসাইন,যুগ্ম অর্থ সচিব কামরান চৌধুরী, সমাজ কল্যাব সচিব এম জুনেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সচিব আলমগীর আলম, আজীবন সদস্য দুলাল হোসেন জুমান, সিরাজুল হাসান, সোহানুর রহমান সোহান। মানবিক সহায়তা টিম এর টিম লিডার কামরুল হাসান, দপ্তর সচিব সিরাজুল ইসলাম, নির্বাহী পরিচালক আবুল মাসুম রনি, রেজাউল ইসলাম রাফি, শেখ মোহাম্মদ মারুফ। নেতৃবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এব তার প্রতি দোয়া মহান আল্লাহ তাকে এই সফলতার মাধ্যমে যে সফলতার দরজা তার জন্য উন্মোচিত করেছেন তা আরো বেশি বেশি সম্প্রসারিত করুন। সে অত্যন্ত পরিশ্রমী ও কর্মঠ একজন স্বেচ্ছাসেবী মানুষ আর মানবতার জন্য মনে প্রানে কাজ করলে যে মহান আল্লাহ দুনিয়ায় এবং আখেরাতে সম্মানিত করেন তাহা তার এই সফলতার মাধ্যমে আবারও প্রমাণিত হলো।