উদ্বোধন হলো না মনু ব্যারেজ গেট বন্ধকরণের মাধ্যমে সেচ কাজের
- আপডেট সময় ০৩:৩২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
- / ৩৭৭ বার পড়া হয়েছে
আসন্ন বোরো মৌসুমে সেচযন্ত্রসমূহ সচলকরণ, অনাবাদি পতিত জমির সর্বোত্তম ব্যবহারসহ কৃষিঋণ বিতরণে কার্যকর সহায়তা প্রদানে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার কথা থাকলেও’অদৃশ্য’ কারনে হচ্ছে বলে কৃষকদের অভিয়োগ।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে বোরো মৌসুমকে সামনে রেখে মনুনদী সেচ প্রকল্পের আওতায় মনু ব্যারেজ গেট বন্ধকরণের মাধ্যমে সেচ কাজের শুভ উদ্বোধন করার কথা ছিল।
চলমান রবি মৌসুমে বোরো ধানসহ অন্যান্য রবি শস্যের সর্বোচ্চ ফলন নিশ্চিতসহ অনাবাদি পতিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে গত ১৭ নভেম্বর ২০২২ তারিখে কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভার সিদ্ধান্ত মোতাবেক নিম্নবর্ণিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বসহ বাস্তবায়নে অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং অগ্রগতি প্রতিবেদন প্রেরণের জন্য লো। বিতরণ (জ্ঞাতার্থে ও কার্যার্থ্যে): ১। অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২। উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর 3 ৭/১১/২২ ১. আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে উপজেলা কৃষি অফিসারগণ সকল সেচযন্ত্র চালুকরণের ব্যবস্থা গ্রহণ করবেন। কৃষিই সমৃদ্ধি ডি.এ.ই. মৌ। ২. বিভিন্ন প্রতিষ্ঠানের পতিত জমি চাষাবাদের আওতায় আনার নিমিত্ত জেলার উপপরিচালকগণ বিভিন্ন ফোরামে/সমন্বয় সভায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নির্বাহীদেরকে দেশের স্বার্থে উৎপাদন বাড়ানোর জন্য তাদের নিজ নিজ পতিত জমি চাষাবাদের আওতায় নিয়ে আসার নিমিত্ত উদ্বুদ্ধ করবেন। তারিখ: ২১/১১/২০২২ খ্রি:। ৩. বিভিন্ন প্রতিষ্ঠান তাঁদের নিজ নিজ প্রচেষ্টায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাঁদের নিজস্ব তত্ত্বাবধানে বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে ফসল বিন্যাস সমন্বয় করে পতিত জমি কতটুকু পরিমাণ সেচ সুবিধার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছেন তার বিস্তারিত সুনির্দিষ্টভাবে বিবৃত করে (উপজেলা, জেলা ও অঞ্চলের সম্মিলিত প্রতিবেদন) আগামী ১৫ (পনের) দিনের মধ্যে ডিএইর অতিরিক্ত পরিচালকগণ একটি প্রতিবেদন পরিচালক, সরেজমিন উইং বরাবর দাখিল করবেন।
প্রকৃত চাষিদেরকে কৃষিঋণ প্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষ্যে (৪% সুদে) উপজেলা কৃষি অফিসারগণ স্থানীয় লীড ব্যাংকগুলোর সঙ্গে চাষিদেরকে সংযোগ স্থাপন করার ব্যবস্থা গ্রহণ করবেন এবং সেলক্ষ্যে আগামী ১৫ (পনের) দিনের মধ্যে কৃষিঋণ গ্রহণ আগ্রহী প্রকৃত চাষিদের তালিকা উপজেলা কৃষি অফিসারগণ প্রণয়ন করবেন।
অঞ্চল (সকল)। ৫. অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের অধীন বাস্তবায়িত প্রদর্শনীগুলো সঠিকভাবে এবং সুন্দরভাবে কৃষকদের মাঝে উপস্থাপন করার নিমিত্ত উপজেলা কৃষি অফিসারগণ নিবিড় তদারকি ও প্রদর্শনীর গুণগতমান নিশ্চিত করবেন।