ঊষার আলো সমাজকল্যাণ সংগঠনের কার্যকরী কমিটি গঠন, সভাপতি মান্না-সাধারণ সম্পাদক মামুন

- আপডেট সময় ০৪:০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ঊষার আলো সমাজকল্যাণ সংগঠনের নবগঠিত কার্যকরী কমিটি ২০২৫-২৬ এর অভিষেক, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিশিষ্ট সমাজসেবক ও সংস্কৃতিসেবী ডা. এম এ আহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রিয়াছত এন্ড রবিউন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. বদরুল হোসেন হারুন, সম্মিলিত সামজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, সমাজসেবক ও সংস্কৃতিসেবী এম. খছরু চৌধুরী, স্পন্দন মৌলভীবাজারের সভাপতি ইহাম মুজাহিদ, সমাজসেবক মনোয়ারা খানম।
বুধবার ১৯ মার্চ বিকেলে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মো. মান্না আহমদকে সভাপতি, মাহবুবুর রহমান মামুন সাধারণ সম্পাদক ও শাহরিয়ার খান সাকিবকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি মো. ইমরান খান, সহ-সভাপতি রাজীব আলী
সহ-সভাপতি মো. আউয়াল হোসেন তায়েফ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাকেদ রহমান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার খান সাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ রনি, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মেহেদী হাসান, অর্থ সম্পাদক মোহাম্মদ কামরান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক খালেদ আহমদ সামির, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহিন আহমদ জিসান, দপ্তর সম্পাদক মো. গোলাম রাব্বি, ধর্ম বিষয়ক সম্পাদক হাদী হোসেন দিপু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মনির আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাঈম আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সরোয়ার হোসেন রাজু, ক্রীড়া বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুল মুমিন, নারী ও শিশু কল্যাণ বিষয়ক সম্পাদিকা সৈয়দা তান্নি আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন-মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, ব্যবসায়ী রিপন আহমদ।
উল্লেখ্য, ঊষার আলো সমাজকল্যাণ সংগঠন ২০১৭ সালে প্রতিষ্ঠালগ্নের পর থেকে মানবিক সমাজ বিনির্মানের লক্ষ্যে কাজ করে আসছে। বিভিন্ন সময় হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধূলার আয়োজন, করোনকালীন সময়ে মাস্ক-হ্যান্ডস্যানিটাইজার ও লকডাউনে নিম্নবিত্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, বন্যায় ক্ষতিগ্রস্তের মধ্যে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, রামাদ্বান মাসে ইফতার ও সেহেরি বিতরণ, ঈদে হত-দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, স্বেচ্ছায় রক্তদানসহ সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখে আসছে।খালেদ আহমদ সামির, প্রচার ও প্রকাশনা সম্পাদক, ঊষার আলো সমাজকল্যাণ সংগঠন, মৌলভীবাজার।
