এইচপিভি টিকাদান কার্যক্রমে ১ম স্থান অর্জন করেছে মৌলভীবাজার জেলা
- আপডেট সময় ০৯:২৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
- / ২৫২ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: ‘এক ডোজ এইচপিভি টিকা দিন জরায়ুমূখ ক্যান্সার রুখে দিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে শুরু হয়েছিল জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ (এইচপিডি) টিকা ক্যাম্পেইন এই টিকাদান কার্যক্রমে সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজার জেলা ১ম স্থান অর্জন করেছে।
১০ থেকে ১৪ বছরের কিশোরী মেয়েদের জরায়ু ক্যান্সার প্রতিরোধী ‘এইচপিভি’ নামক ভাইরাসকে “সারভারিক্স” নামক টিকা ভবিষ্যতে সুরক্ষা দেবে এমনটা তথ্য দেন সিভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমান । জেলায় ১ লাখ ৩ হাজার ৪৯০ জন কিশোরীকে টিকা দানে লক্ষমাত্রা ধরা হয়েছে। অনলাইনে আবেদন করেছিল ২৬হাজার ৯শ৯২ জন।
এদেশে প্রতি ১ লাখ নারীতে ১১ জন নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হন। এই রোগে প্রতিবছর দেশে ৪ হাজার ৯শ ৭১ জন নারী মারা যান। কাজেই এখনই আমাদের সচেতন হতে হবে। তিনি বলেন, বেলজিয়ামের তৈরি জিএসকে কোম্পানির ‘সারভারিক্স’ টিকা দিলে সহজে সুরক্ষা দেবে।
সিভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমান জানান,জেলায় জরায়ুমূখ ক্যান্সার টিকা অর্জনের হার ৯২’১৬% জেলার সকল স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমে এই সফলতা অর্জন হয়েছে বলে তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।