এক দশক ধরে মৌলভীবাজারে শুদ্ধ সংগীত চর্চা করে আসছে গান পাঠশালা
- আপডেট সময় ১২:৪৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৩৫৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রায় এক দশক ধরে মৌলভীবাজার জেলায় শুদ্ধ সংগীত চর্চা করে আসছে গান পাঠশালা। মৌলভীবাজারের স্বনামধন্য সংগীত প্রশিক্ষকদের দিয়ে গান, গীটার, কিবোর্ড, তবলা শিখানো হচ্ছে এই প্রতিষ্ঠানে।
সম্প্রতি এই প্রতিষ্ঠানের দুজন ছাত্র জাতীয় শিশু বিভাগে যন্ত্রসংগীতে (কিবোর্ড) দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে।
এ উপলক্ষে গত বৃহস্পতিবার মৌলভীবাজার পৌর মিলনায়তনে এক পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র ফজলুর রহমানকে ক্রেস্ট প্রধানসহ জাতীয় পর্যায়ে পুরষ্কারপ্রাপ্ত দুজন ছাত্র ঋষিকেশ সিংহ অর্ক ও বিনতা দেবকে এবং বিভাগীয় পর্যায়ে উর্তীর্ণ্য র্দীপ্ত চন্দকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে গান পাঠশালার শিক্ষার্থীরা গিটার ও কিবোর্ড বাজিয়ে উপস্থিত অভিভাবক ও অতিথিদের মনোরঞ্জন করে।
অনুষ্ঠানের শেষে গান পাঠশালার শিক্ষার্থী ও মৌলভীবাজারের স্বনামধন্য শিল্পীরা সংগীত পরিবেশন করে।
এই প্রতিষ্ঠানে কিবোর্ড প্রশিক্ষক হিসেবে আছেন এডভোকেট প্রীতম দত্ত সজীব, গিটার প্রশিক্ষক হিসেবে আছেন মোস্তাফিজুর রহমান টিটু ও হিমেল দাশ, গানের প্রশিক্ষক হিসেবে আছেন ইপা বড়ুয়া ও প্রিয়াঙ্কা বর্মন। প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার ক্লাস নেয়া হয়।