এনআরবিসি ব্যাংক মৌলভীবাজার শাখার ৩য় বর্ষপূর্তি উদযাপন
- আপডেট সময় ০৪:৫৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৮৮ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ প্রবাসীর স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত দেশের অন্যতম শীর্ষস্হানীয় তফসিলিভূক্ত ব্যাংক এনআরবিসি ব্যাংক মৌলভীবাজার শাখার ৩য় বর্ষেপূর্তি উদযাপিত হয়েছে।
বুধবার সকাল ১২টার দিকে মৌলভীবাজার চৌমোহনা শমশেরনগর রোডস্থ সাগরিকা ভবণের দ্বিতীয় তলায় এনআরবিসি ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্হাপক মো: আজিজুর রহমান সোহাগের সার্বিক ব্যবস্হাপনায় শাখার গ্রাহক, শুভানুধ্যায়ী ও ব্যাংক অফিসারদের নিয়ে কেক কেটে উক্ত বর্ষপূর্তি উদযাপন করা হয়।
এসময় ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে গ্রাহকবৃন্দ সহ সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এনআরবিসি ব্যাংক সিলেট রিজিওনাল ম্যানেজার ও এস. ই. ভিপি সৈয়দ মাহবুবুল হক।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও জনতা ব্যাংক এরিয়া ম্যানেজার মো: আব্দুল হামিদ, সহ-সভাপতি ও জনতা ব্যাংক মৌলভীবাজার শাখার ম্যানেজার আকতার হোসেন, সহ সভাপতি ও প্রিমিয়ার ব্যাংক মৌলভীবাজার শাখার ম্যানেজার বিমলেন্দু চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও এনআরবি ব্যাংক মৌলভীবাজার শাখার ম্যানেজার সাজ্জাদুর রহমান পিন্টু, সহ-সাধারণ সম্পাদক ও এসআইবিএল মৌলভীবাজার শাখার ম্যানেজার রওশন মিয়া ও এনআরবিসি ব্যাংক মুন্সিবাজার শাখার ম্যানেজার আলাউদ্দিন সাব্বির সহ এনআরবিসি ব্যাংক মৌলভীবাজার শাখার অফিসারবৃন্দ ও বিভিন্ন স্তরের গ্রাহকবৃন্দ। এসময় উপস্থিত সবাই এনআরবিসি ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন ও অতিতের ন্যায় সফলতার সহিত ভবিষ্যতেও এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তাছাড়া এনআরবিসি ব্যাংক মৌলভীবাজার শাখার ম্যানেজার ও ব্যাংক অফিসার্স এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম আজিজুর রহমান সোহাগ এনআরবিসি ব্যাংকের অতীত গৌরবের সফলতা তুলে ধরে সকল গ্রাহক ও শুভানিধ্যায়ীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।