ব্রেকিং নিউজ
এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের নতুন আহবায়ক কমিটি ঘোষণা

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৯:৪৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ও খ্যাতিমান অর্থনীতিবিদ এম. সাইফুর রহমানের স্মৃতিকে ধারণ ও লালন করার লক্ষ্যে গঠিত এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ –এর বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) প্রধান পৃষ্ঠপোষক এম. নাসের রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
নতুন আহবায়ক কমিটিতে বিদায়ী সভাপতি সৈয়দ তৌফিক আহমদ-কে আহবায়ক এবং মৌলভীবাজার বিএনপির প্রবীণ নেতা আব্দুল ওয়ালী সিদ্দিকী-কে যুগ্ম আহবায়ক করা হয়েছে।
এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো.ফয়জুল করিম ময়ূন,এডভোকেট আব্দুল মতিন চৌধুরী,বদরুল আলম,বকশী মিসবাউর রহমান, সৈয়দ হুমায়েদ আলী শাহীন,এম ইদ্রিস আলী ও মু. ইমাদ উদ্দিন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্ববর্তী কমিটির সব সদস্যপদ বাতিল বলে গণ্য হবে।

ট্যাগস :