এম.সাইফুর রহমান স্মৃতি পরিষদের আহবায়ক কমিটির প্রথম সভা

- আপডেট সময় ০৮:১৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ৯৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: এম সাইফুর রহমানের হাত ধরেই দেশের অর্থনীতির চাকা সচল হয়। তিনি ছিলেন ভ্যাট প্রথার প্রবর্তক। তাঁর নিজ জেলা,বিভাগসহ সারা দেশের দৃশ্যমান সাবির্ক উন্নয়ন ও রাজনৈতিক কর্মকান্ড আজও মানুষের হৃদয়ে। কথাবার্তার সহজ সারল্যে ,ভাবগার্ম্ভীযতায়, বক্তব্যে,কুটনৈতিক শিষ্টাচার ও শালীনতায় তিনি ছিলেন অতুলনীয়। এম সাইফুর রহমান সাবেক সফল অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য।
বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপট উন্নয়নে দ্বায়িত্বশীল ব্যক্তিত্ব ও স্বাপ্নিক পুরুষ। যিনি দেশ বিদেশের অর্থনীতিকে গতিশীল করতে জাতীয় ও আর্ন্তজাতিক বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় সংসদে ১২ বার বাজেট পেশ করে যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করেছেন।
মঙ্গলবার রাতে মৌলভীবাজার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এম.সাইফুর রহমান স্মৃতি পরিষদের নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভায় বক্তারা এম .সাইফুর রহমানের স্মৃতিচারণ করে উপরোক্ত কথাগুলো বলেন।
এম.সাইফুর রহমান স্মৃতি পরিষদের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক ও সাবেক সভাপতি সৈয়দ তৌফিক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক প্রবীণ বিএনপি নেতা মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকীর সঞ্চলনায় বক্তব্য রাখেন এম.সাইফুর রহমান স্মৃতি পরিষদের নবগঠিত আহবায়ক কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী,সদস্য ও সাবেক সহ-সভাপতি বদরুল আলম,আহবায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাহ উর রহমান, সদস্য ও সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ হুমায়েদ আলী শাহীন, আহবায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এম ইদ্রিস আলী,সদস্য ও সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মু.ইমাদ উদ দীন।
সভায় বিগত কমিটির সার্বিক কার্যক্রমকে মূল্যায়ন ও সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠালগ্ন থেকে সম্পৃক্ত কার্যনির্বাহী কমিটিসহ সকল সদস্যদের আন্তরিক অভিন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়। সভায় সিন্ধান্ত হয় দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন,এম.সাইফুর রহমানের জীবন ও কর্ম নিয়ে লেখা ও স্মরণীয় ছবির যৌথ প্রয়াস ‘স্মৃতি জাগানিয়া এক কিংবদন্তী পুরুষ এম.সাইফুর রহমান’ স্মরণিকা আরও সমৃদ্ধ ও বর্ধিত কলবরে ৩য় সংস্করণ। অতীতের মতো আরও ব্যাপক পরিসরে মানবকল্যাণ ও সমাজ কল্যাণমূলক কাজে অংশগ্রহণ।
উল্লেখ্য মৌলভীবাজারের বাহার মর্দনে ১৯৩০ সালের ৫ অক্টোবর জন্ম নেওয়া বিশ্ববরণ্য অর্থনীতিবীদ এম.সাইফুর রহমান ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার পথে ব্রাহ্মণবাড়ীয়া জেলার ঢাকা-সিলেট মহা সড়কের খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ২০১৬ সাল থেকে এম.সাইফুর রহমান স্মৃতি পরিষদ,বাংলাদেশ তার দৃশ্যমান সাংগঠনিক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে।
