ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত সেনাবাহিনীর তত্ত্বাবধানে হেলিকপ্টার যোগে নির্যাতিত শিশুটির ম-র-দে-হ নিজ বাড়িতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দলীয় পদ স্থগিত মৌলভীবাজার প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খলিলপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ক্বেরআত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ৮ বছর বয়সি সেই শিশুটি মা-রা গেছে ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ মৌলভীবাজারে পেশাজীবি গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা প্রশিক্ষণ মৌলভীবাজারে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ছাত্র-জনতা ব্যানারে পদযাত্রা

এল নতুন দল ডেভেলপমেন্ট পার্টি প্রতীক ফুলকপি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৯১ বার পড়া হয়েছে

উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দল হিসেবে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি’কে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

 

রোববার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দলটির প্রতীক ‘ফুলকপি’।

 

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত করেছে। দলটির প্রতীক সংরক্ষণ করা হয়েছে ‘ফুলকপি’, নিবন্ধন নম্বর ৫৪।

 

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ২০২২ সালের অক্টোবরে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামের নতুন এই দল। দুটি বিষয়ে আপত্তি উল্লেখ করে ২০২৩ সালের ১০ এপ্রিল নির্বাচন কমিশন নিবন্ধন না দিয়ে আবেদন বাতিল করে। এর বৈধতা নিয়ে ওই বছরই হাইকোর্টে রিট করেন দলটির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২৩ সালের ১৩ জুন হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে গত ১২ ডিসেম্বর রায় দেওয়া হয়।

 

নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৩টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তীতে শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের (জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা) নিবন্ধন বাতিল হয়।

 

তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলন নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।

 

এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি যোগ দেওয়ার পর আদালতের আদেশে নিবন্ধন পেল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

 

এর আগে, সর্বশেষ নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে গণসংহতি আন্দোলন। প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির নেতৃত্বাধীন দলটির প্রতীক হচ্ছে ‘মাথাল’।

 

জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে বর্তমান ইসির। ইতিমধ্যে রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম নিয়ে নির্বাচন সংস্কার কমিশন বেশকিছু প্রস্তাব দিয়েছে। সংস্কার প্রক্রিয়া শেষেই শুরু হবে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এল নতুন দল ডেভেলপমেন্ট পার্টি প্রতীক ফুলকপি

আপডেট সময় ০৯:২৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দল হিসেবে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি’কে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

 

রোববার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দলটির প্রতীক ‘ফুলকপি’।

 

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত করেছে। দলটির প্রতীক সংরক্ষণ করা হয়েছে ‘ফুলকপি’, নিবন্ধন নম্বর ৫৪।

 

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ২০২২ সালের অক্টোবরে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামের নতুন এই দল। দুটি বিষয়ে আপত্তি উল্লেখ করে ২০২৩ সালের ১০ এপ্রিল নির্বাচন কমিশন নিবন্ধন না দিয়ে আবেদন বাতিল করে। এর বৈধতা নিয়ে ওই বছরই হাইকোর্টে রিট করেন দলটির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২৩ সালের ১৩ জুন হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে গত ১২ ডিসেম্বর রায় দেওয়া হয়।

 

নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৩টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তীতে শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের (জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা) নিবন্ধন বাতিল হয়।

 

তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলন নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।

 

এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি যোগ দেওয়ার পর আদালতের আদেশে নিবন্ধন পেল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

 

এর আগে, সর্বশেষ নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে গণসংহতি আন্দোলন। প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির নেতৃত্বাধীন দলটির প্রতীক হচ্ছে ‘মাথাল’।

 

জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে বর্তমান ইসির। ইতিমধ্যে রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম নিয়ে নির্বাচন সংস্কার কমিশন বেশকিছু প্রস্তাব দিয়েছে। সংস্কার প্রক্রিয়া শেষেই শুরু হবে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া।