এসএসসি ২০২৪ ইং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সোনার বাংলা আদর্শ ক্লাবের সংবর্ধনা প্রদান
- আপডেট সময় ০৫:৪২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
- / ৩০২ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ ২০২৪ সালের ১২ মে প্রকাশিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে সোনার বাংলা আদর্শ ক্লাব।
সোমবার (২৭ মে ) সকাল ১১ টায় ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
ক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাব্বির হোসেন এর সঞ্চালনায় ক্লাবের সভাপতি সাংবাদিক রিপন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. রমা বিজয় সরকার চেয়ারম্যান-মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বনমালী ভৌমিক
সাবেক অতিরিক্ত সচিব ও ট্রেজারার লিডিং ইউনিভার্সিটি,
প্রফেসর নিতাই চন্দ্র চন্দ ট্রেজারার-সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,
আবু মিয়া চৌধুরী-চেয়ারম্যান-০১নং খলিলপুর ইউনিয়নপরিষদ,নুরুল ইসলাম-প্রধান শিক্ষক ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,শিহাবুর রহমান-সভাপতি শেরপুর প্রেসক্লাব,এডভোকেট সাইফুর রহমান,উৎফল ভৌমিক, এছাড়া উপস্থিত ছিলেন, ক্লাবের সহ সভাপতি হাফেজ জুবায়ের আহমদ,সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ টিপু, কাওছার আহমেদ,হুমাউন কবির, রাজন মিয়া, সায়িউল ইসলাম সায়েম,হাসান মিয়া,ইয়ারুপ মিয়া,হুদয় আহমেদ সহ প্রমুখ।
অনুষ্টানের শুরুতে ক্লাবের সদস্যবৃন্দ অতিথি ও শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং শেষে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।