কবি, লেখক, সাহিত্যিক পাঠক সম্মননা অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময় ১২:৫৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে

জালালাবাদ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদদের আয়োজনে কবি, লেখক, সাহিত্যিক পাঠক সম্মননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জ্নুয়ারি) শহরের পৌর মিলনায়তনে সৈয়দ কামাল আহমদ বাবুর সভাপতিত্বে ও ড. অ্যাড. আবু তাহেরের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লে. কর্ণেল অধ্যক্ষ আতাউর রহমান পীর।
বিশেষ অতিথি হিসেবে লেখক গবেষক অধ্যক্ষ নন্দলাল শর্মা, কবি অধ্যক্ষ মামুনুর রশিদ, লেখক গবেষক আফতাব আহমদ, কবি অধ্যক্ষ আবুল খান আজাদ, প্রবীন সাংবাদিক মনসুর উদ্দিন ইকবাল প্রমূখ।
এদিকে দ্বিতীয় অদিবেশনে
জালালাবাদ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ কর্তৃক “কবি, সাহিত্যিক, লেখক ও পাঠক মিলনমেলা ২০২৬ অনুষ্ঠানের সংগঠনের সভাপতি সৈয়দ কামাল আহমদ বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান।
উদ্বোধন ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মুজিব। বিশেষ অতিথি ছিলেন সর্বজনাব লে.কর্ণেল আলী আহমদ, অধ্যক্ষ জাহান আরা খাতুন, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী, অধ্যক্ষ রসময় মোহন্ত প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ড. আবু তাহের।














