কমলগঞ্জ হযরত শাহ আজম রহ এর ৪৬তম উরুস ও দোয়া মাহফিল সম্পন্ন

- আপডেট সময় ০৮:২৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ৪১ বার পড়া হয়েছে

কমলগঞ্জে ওলিয়ে কামিল হযরত শাহ আজম রহ এর ৪৬ তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ১৩ আগষ্ট রোজ বুধবার উরুস ও দোয়া মাহফিল ওলিয়ে কামিলের মাজার শরীফে ও বাড়ীতে খতমে কুরআন, খতমে খাজেগান, ওলির জীবনী আলোচনা, জিকির আজকার মিলাদ ও খাস দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে হযরত শাহ আজম রহ, এর সুযোগ্য নাতি হযরত মাওলানা কাজী মুহিউচ্ছুন্নাহ আজমী সাহেবের সভাপতিত্বে হযরত শাহ আজম রহ, হযরত শাহ্ মোহাম্মদ মোশাররফ আলী ছাহেব রহ ও আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মূফতী মোশাহিদ আলী আজমী রহ এর দ্বীনের খেদমতের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করা হয়। তারা বিভিন্ন জায়গায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, খানকাহ্, মানুষ যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ, মুসল্লীগন ওজু করার জন্য পুকুর খনন, লঙ্গরখানা, মহিলা এবাদতখানা সহ উল্লেখযোগ্য দ্বীনের বহু খেদমতগারি করেন।
হযরত শাহ আজম রহ ছিলেন দুনিয়া বিমুখ আল্লাহ ওয়ালা ইনসানে কামিল।
৪৬ তম বার্ষিক মাহফিলে এলাকার সম্মানিত মুরব্বিয়ান, ওলিয়ে কামিলের মুরিদীন মুহিব্বীন, ভক্ত বৃন্দ, এলাকার যুব সমাজ, উপস্থিত ছিলেন। আখেরী মোনাজাত পরিচালনা করেন হযরত শাহ আজম রহ এর সুযোগ্য নাতি হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী । পরিশেষে তবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।
