ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কমলগঞ্জে বিদেশী মদসহ ৩ মাদককারবারি গ্রেফতার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
  • / ৬৫৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় বিদেশী মদ ও গাজা, সিএনজিসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদদপ্তর।

শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদদপ্তরের পরিচালক অমর কুমার সেন এর নেতৃত্বে এসআই ফয়েজ আহমদ, এ এসআই আব্দুর রশিদ,আবুল কালাম আজাদ ও কনস্টেবল আমির হোসেনের অভিযানে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার মাধকপুর রোডের উজিরপুর এলাকা থেকে ২মাদক ব্যবসায়ী ও সিএনজি চালককে আটক করে। এসময় মাদক ব্যবসায়ীদের কাছে ভারতীয় ৪০ বোতল  মদ, ১০ কেজি গাজাসহ একটি সিএনজি- মৌলভীবাজার -থ-১২-১৯২৫ আকট করা হয়।

আটককৃত মিজর মিয়া (২৪),পিতা-আইয়ুব আলীদক্ষিনের হাওর,মিরাজ আলী (৩৫) পিতা মৃত মফিজ আলী, সাং দক্ষিন গুলের হাওর,রাসেল মিয়া(২৫) পিতা সুরুজ মিয়া, সাং ওবাহাটা, মুন্সিবাজার, সর্ব সাং কমলগঝ্জ,মৌলভীবাজার বলে জানা গেছে।
জানা গেছে, মাদক ব্যবসীরা ঈদকে টার্গেট করে মৌলভীবাজার জেলার সীমান্তবতী ভারত থেকে নিরাপদে মাদক দেশের বিভিন্ন স্থানে পাচার করার চেষ্টা চালিয়ে আসছিল। বিশেষ করে আসন্ন ঈদকে টার্গেট করে মাদক ববাসী সিন্ডিকেট চক্র সক্রিয় হয়ে উঠেছিল। এরই খবরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অদিদপ্তর তাদের দরতে জেলা বিভিন্ন স্থানে বেশ কিছুদিন দরে নজরে নেয়। তারই অংশ হিসেবে কমলগঞ্জে অভিযান চালায় বলে জানা গেছে।
মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদদপ্তরের পরিচালক অমর কুমার সেন  বলেন- মাদক ব্যবসায়ীরা ভারত থেকে মৌলভীবাজার সীমান্ত দিয়ে সংগ্রহ করে পাচারের খবরে সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালাই। অভিযান চালিয়ে বিলেতী মদ৪০ বোতল,,গাজা ১০ কেজিসহ ৩জনকে আটক করতে সক্ষম হই।

তিনি আরো বলেন- আইনে ২টি পৃথক মামলার প্রস্তুতি চলছে এবং আসামীদের কমলগঞ্জ খানার মাধ্যমে পুলিশের মাধ্যমে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কমলগঞ্জে বিদেশী মদসহ ৩ মাদককারবারি গ্রেফতার

আপডেট সময় ১০:০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় বিদেশী মদ ও গাজা, সিএনজিসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদদপ্তর।

শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদদপ্তরের পরিচালক অমর কুমার সেন এর নেতৃত্বে এসআই ফয়েজ আহমদ, এ এসআই আব্দুর রশিদ,আবুল কালাম আজাদ ও কনস্টেবল আমির হোসেনের অভিযানে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার মাধকপুর রোডের উজিরপুর এলাকা থেকে ২মাদক ব্যবসায়ী ও সিএনজি চালককে আটক করে। এসময় মাদক ব্যবসায়ীদের কাছে ভারতীয় ৪০ বোতল  মদ, ১০ কেজি গাজাসহ একটি সিএনজি- মৌলভীবাজার -থ-১২-১৯২৫ আকট করা হয়।

আটককৃত মিজর মিয়া (২৪),পিতা-আইয়ুব আলীদক্ষিনের হাওর,মিরাজ আলী (৩৫) পিতা মৃত মফিজ আলী, সাং দক্ষিন গুলের হাওর,রাসেল মিয়া(২৫) পিতা সুরুজ মিয়া, সাং ওবাহাটা, মুন্সিবাজার, সর্ব সাং কমলগঝ্জ,মৌলভীবাজার বলে জানা গেছে।
জানা গেছে, মাদক ব্যবসীরা ঈদকে টার্গেট করে মৌলভীবাজার জেলার সীমান্তবতী ভারত থেকে নিরাপদে মাদক দেশের বিভিন্ন স্থানে পাচার করার চেষ্টা চালিয়ে আসছিল। বিশেষ করে আসন্ন ঈদকে টার্গেট করে মাদক ববাসী সিন্ডিকেট চক্র সক্রিয় হয়ে উঠেছিল। এরই খবরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অদিদপ্তর তাদের দরতে জেলা বিভিন্ন স্থানে বেশ কিছুদিন দরে নজরে নেয়। তারই অংশ হিসেবে কমলগঞ্জে অভিযান চালায় বলে জানা গেছে।
মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদদপ্তরের পরিচালক অমর কুমার সেন  বলেন- মাদক ব্যবসায়ীরা ভারত থেকে মৌলভীবাজার সীমান্ত দিয়ে সংগ্রহ করে পাচারের খবরে সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালাই। অভিযান চালিয়ে বিলেতী মদ৪০ বোতল,,গাজা ১০ কেজিসহ ৩জনকে আটক করতে সক্ষম হই।

তিনি আরো বলেন- আইনে ২টি পৃথক মামলার প্রস্তুতি চলছে এবং আসামীদের কমলগঞ্জ খানার মাধ্যমে পুলিশের মাধ্যমে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।