ঢাকা ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

কমলগঞ্জে মণিপুরি শিক্ষক সমিতির আয়োজনে বিদায়ী শিক্ষককে সংরবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:২৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ১৩৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর-মাধবপুর এলাকায় মণিপুরি সম্প্রদায়ের মানুষের আিিধক্য রয়েছে। তারা শিক্ষা সংস্কৃতির উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। এ ধরাবাহিকতায় মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখা ৮ নভেম্বর বিকেলে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক কুঞ্জবালা সিনহাকে বিদায় উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানের আয়োজন করা হয় স্থানীয় মণিপুরি কালচার‌্যাল সেন্টারে।

এতে সভাপতিত্ব করেন মণিপুরি প্রাইমারি শিক্ষক শান্ত কুমার সিংহ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মণিপুরি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অরুণ কুমার সিংহ ও শিক্ষক কনথৌজম শিল্পী। এতে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি রিয়াজ পারভেজ। বিশেষ অতিথির বক্তব্য দেন ওই সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার দাশ, সিলেট বিভাগীয় সমন্বয়ক সালিকুর রহমান, কেন্দ্রীয় কমিটি সহসভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ। মেধা যাচাই পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন শিক্ষক ঊষা রাণী সিনহা। মেধা যাচাই পরীক্ষা ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের ৬৩ শিক্ষার্থী অংশ গ্রহণ করে। তাদের মধ্যে ৯ উত্তীর্ণ শিক্ষার্থীকে নগদ টাকাসহ আরও পুরস্কার দেওয়া হয়। অপর সকলকে বিশেষ শান্তনা পুরস্কার দেওয়া হয়েছে।

কুঞ্জবালা সিনহা দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা পেশায় নিবেদিত থেকে অতি সম্প্রতি তিনি অবসর গ্রহণ করেন। ফলে মণিপুরি শিক্ষক সমিতি বিদায়ী শিক্ষকের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করা হয়। তাঁকেসহ সকল অতিথিকে উত্তরীয় প্রদান করে সম্মাননা স্মারক দেওয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কমলগঞ্জে মণিপুরি শিক্ষক সমিতির আয়োজনে বিদায়ী শিক্ষককে সংরবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

আপডেট সময় ০৮:২৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর-মাধবপুর এলাকায় মণিপুরি সম্প্রদায়ের মানুষের আিিধক্য রয়েছে। তারা শিক্ষা সংস্কৃতির উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। এ ধরাবাহিকতায় মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখা ৮ নভেম্বর বিকেলে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক কুঞ্জবালা সিনহাকে বিদায় উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানের আয়োজন করা হয় স্থানীয় মণিপুরি কালচার‌্যাল সেন্টারে।

এতে সভাপতিত্ব করেন মণিপুরি প্রাইমারি শিক্ষক শান্ত কুমার সিংহ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মণিপুরি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অরুণ কুমার সিংহ ও শিক্ষক কনথৌজম শিল্পী। এতে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি রিয়াজ পারভেজ। বিশেষ অতিথির বক্তব্য দেন ওই সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার দাশ, সিলেট বিভাগীয় সমন্বয়ক সালিকুর রহমান, কেন্দ্রীয় কমিটি সহসভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ। মেধা যাচাই পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন শিক্ষক ঊষা রাণী সিনহা। মেধা যাচাই পরীক্ষা ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের ৬৩ শিক্ষার্থী অংশ গ্রহণ করে। তাদের মধ্যে ৯ উত্তীর্ণ শিক্ষার্থীকে নগদ টাকাসহ আরও পুরস্কার দেওয়া হয়। অপর সকলকে বিশেষ শান্তনা পুরস্কার দেওয়া হয়েছে।

কুঞ্জবালা সিনহা দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা পেশায় নিবেদিত থেকে অতি সম্প্রতি তিনি অবসর গ্রহণ করেন। ফলে মণিপুরি শিক্ষক সমিতি বিদায়ী শিক্ষকের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করা হয়। তাঁকেসহ সকল অতিথিকে উত্তরীয় প্রদান করে সম্মাননা স্মারক দেওয়া হয়।