কমলগঞ্জে রাতে বর্ষি দিয়ে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে এক ব্যক্তির মৃত্যু
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৭:২৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
- / ৪৬১ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রাতে বর্ষি দিয়ে মাছ ধরতে গিয়ে লাঘাটা নদীতে পড়ে মন্নান মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (৩ আগষ্ট) সকালে লাশ নদীতে ভেসে থাকতে দেখে স্থানিয়রা পুলিশে খবর দেন। মঙ্গলবার দিবাগত রাতে মৃত্যুর ঘটনা ঘটলেও বুধবার সকালে কেওলার হাওর সংলগ্ন লাঘাটা নদীতে লাশ ভেসে থাকতে দেখা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পতনঊষার ইউনিয়নের মহেষপুর গ্রামের মন্নান মিয়া মঙ্গলবার দিবাগত রাতে লাঘাটা নদীতে বর্ষি দিয়ে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে মারা যান। পরে ওই ব্যক্তির লাশ ভেসে গিয়ে কেওলার হাওর সংলগ্ন লাঘাটা নদীতে ভেসে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান ও এবং লাশ গড়িয়ে নদীতে পড়ে। এসময় আশেপাশে আর কেউ না থাকায় তার কোন খোঁজ নেয়া হয়নি।
পতনউষার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক সত্যতা নিশ্চিত করে বলেন, মহেষপুর গ্রামের মন্নান মিয়া লাঘাটা নদীতে রাতে বর্ষি দিয়ে মাছ ধরতে গিয়ে সেখানেই মারা গেছেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহিম বলেন, লোকটি বর্ষি দিয়ে মাছ ধরতে গিয়ে নদীতে পড়েই বৃদ্ধ লোকের মৃত্যু হয়েছে। স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে অসুস্থ ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তবে লাশ উদ্ধার করা হচ্ছে বলে তিনি জানান।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)