কমলগঞ্জে শমসেরনগর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

- আপডেট সময় ১১:৪৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / ৫০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২১ মার্চ) কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজার সংলগ্ন হাই স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শমসের নগর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন-মৌলভীবাজার জেলা বিএনপি অন্যতম নেতা ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু।
শমশেরনগর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি সৈয়দ মখলিছ আলীর সভাপতিত্বে ও বিএনপি নেতা গোলাম রাব্বি ও মুজিবুর রহমান চৌধুরী মুকুল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ইয়াকুব আলী, কমলগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন বাবু, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিপ, যুগ্ন আহ্বায়ক তারেক খন্দকার, কমলগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য পুষ্প কুমার কানু, মো. শফিকুর রহমান চৌধুরী, আব্দুল হক চৌধুরি, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র আহবায় কমিটির সদস্য আব্দুর রহিম, আবুল হোসেন, এমদাদুল হক, শ্রীমঙ্গল পৌর বিএনপির সিনিয়র সদস্য মো. সেলিম মিয়া, শ্রীমঙ্গল পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মিল্লাদ হোসেন মিরাশদার, যুগ্ন আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, কমলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান, আব্দুস সালাম, মো. ইকবাল পারভেজ চৌধুরী, শ্রীমঙ্গল পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মীর এম এ সালাম, আলকাছ মিয়া, টিটু দাস, কমলগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মঈন ফারুক, শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি এনামুল হক শামিম, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, আদমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মছদ্দর আলী, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, মাধবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুক মিয়া, কমলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হারিছুর রহমান, আলিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান চৌধুরী এবং শমশেরনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শৈবাল হোসেন।
এই ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
