কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুখপোড়া হনুমান আহত
- আপডেট সময় ০৪:৪৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ১৬৫ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কমলগঞ্জে রাস্তা পারাপারের সময় দ্রুততম গাড়ির ধাক্কায় বিপন্ন প্রাণী মুখপোড়া হনুমান গুরুতর আহত হয়েছে।
বুধবার (১০ মে) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া স্টুডেন্ট ডরমিটরি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া স্টুডেন্ট ডরমিটরি সামনে একটি গাছে কয়েকটি মুখপোড়া হনুমান একটি গাছ থেকে অন্য গাছে লাফালাফি করছিল। এসময় একটি মুখপোড়া হনুমান বানর গাছ থেকে নেমে রাস্তায় হেটে হেটে এপার থেকে ওপারে যাচ্ছিল। হঠাৎ দ্রুততম একটি সিএনজি এসে তাকে ধাক্কা দিয়ে রাস্তা ফেলে চলে যায়। এসময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারন সম্পাদক আহাদ মিয়া। তিনিসহ স্থানীয়রা বানরটিকে উদ্ধার করে পাশের হীড বাংলাদেশে নামক স্থানীয় একটি চিকিৎসালয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বনপ্রাণী রেসকিউ সেন্টারে নিয়ে রাখা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
কমলগঞ্জ জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সাধারন সম্পাদক আহাদ মিয়া বলেন, আমিসহ বন বিভাগের কর্মকর্তারা দ্রুত প্রাণীটাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় হীড বাংলাদেশের হাসপাতালে। সেখান থেকে বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে নিয়ে এসেছি বানরটিকে। এখানে তার চিকিৎসা চলবে। তবে প্রাণীটা খুব আঘাত পেয়েছে। তার অবস্থা আশংকাজনক।
হীড বাংলাদেশের হাসপাতালের প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তা ডা. বরেন্দ্র সিংহ জানান, ‘প্রাণীটা খুব আঘাত পেয়েছে। আমি প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এখন উন্নত চিকিৎসার জন্য বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।’
মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বুধবার বিকেলে মুখ পোড়া হনুমানটি রাস্তা পাড় হওয়ার সময় কোন যানবাহনের সাথে ধাক্কা খায়। প্রাণীটির অবস্থা আশংকাজনক। একজন ডাক্তার তার চিকিৎসা করছেন। আমরা প্রাণীটিকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রেখে চিকিৎসা চালিয়ে যাবো। সুস্থ হলে লাউয়াছড়ায় অবমুক্ত করে দেওয়া হবে।